বৃষ্টিতে ভেস্তে গেল দ্বিতীয় দিনের খেলা

আশঙ্কা ছিলই। আর সেই আশঙ্কা সত্যি করে পণ্ড হল বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। শুক্রবার সকাল ছ’টা নাগাদ চট্টগ্রাম উপকূল পার করেছে ঘূর্ণিঝড় গোমেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ১৭:৫২
Share:

বৃষ্টিভেজা শের এ বাংলা। ছবি: এপি।

আশঙ্কা ছিলই। আর সেই আশঙ্কা সত্যি করে পণ্ড হল বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা।

Advertisement

শুক্রবার সকাল ছ’টা নাগাদ চট্টগ্রাম উপকূল পার করেছে ঘূর্ণিঝড় গোমেন। আর তার পর থেকেই চট্টগ্রাম-সহ সমগ্র বাংলাদেশে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বাদ যায়নি শের এ বাংলা স্টেডিয়ামও। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির দাপট এ দিন এতটাই বেশি ছিল যে, দু’দলের ক্রিকেটাররা কেউ হোটেলের বাইরেই বেরোননি।

বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন টসে জিতে ব্যাট করতে নেমে আট উইকেটে ২৪৬ রান তোলে বাংলাদেশ। মন্থর উইকেটে বেশ ভাল বল করেন স্টেইন-মর্কেলরা। টেস্টে স্টেইনের চারশোতম শিকার হন তামিম ইকবাল। এ দিকে ভাল শুরু করেও ইনিংস টেনে নিয়ে যেতে ব্যর্থ হন মাহমুদুল্লাহ-সাকিবরা। দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক মুশফিকুর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement