Krishnamachari Srikkanth

ভুবনেশ্বরের প্রশংসায় শ্রীকান্ত

ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারতে হয়েছে ভারতকে। তবে টেস্ট সিরিজ হারলেও প্রাক্তন ভারত অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত মনে করেন এই সিরিজের বড় প্রাপ্তি ভুবনেশ্বর কুমার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৮ ১৮:৪৯
Share:

ভুবির প্রশংসায় কৃষ্ণমাচারি শ্রীকান্ত।—ফাইল চিত্র।

ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারতে হয়েছে ভারতকে। তবে টেস্ট সিরিজ হারলেও প্রাক্তন ভারত অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত মনে করেন এই সিরিজের বড় প্রাপ্তি ভুবনেশ্বর কুমার।

Advertisement

টাইমস অফ ইন্ডিয়ায় তাঁর কলামে শ্রীকান্ত লেখেন, “ভুবনেশ্বরের বোলিং এই সিরিজে ভারতের সব থেকে বড় প্রাপ্তি। যে সিরিজে রান করাটাই চ্যালেঞ্জ ছিল, সেখানে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করেছে ভুবি। আমার মনে হয় ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াতেও ও দারুণ পারফর্ম করবে।”

ভারতীয় ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও ভুবি-শামি-বুমরারা কিন্তু এই সিরিজে নিজের দাপট দেখিয়েছেন। তিনটি টেস্টে ৬০টি উইকেট নিয়েছেন ভারতীয় বোলাররা। এ দিন সেই বিষয়েরও প্রশংসা করেন শ্রীকান্ত। তিনি বলেন, “এশিয়ার বাইরে শেষ বার ১৯৮৬ সালে ইংল্যান্ডের মাটিতে তিন টেস্টের সিরিজে ৬০ উইকেট নিতে সক্ষম হয়েছিল ভারত। বোলাররা সবাই সম সংখ্যক উইকেট না পেলেও সকলেই নিজেদের কাজটা দারুণ ভাবে করেছে। এখন থেকে ভারতের বিরুদ্ধে সবুজ উইকেট তৈরি করার আগে বিপক্ষ দলগুলি দ্বিতীয়বার ভাববে। এই সিরিজে এখনও অনেক ম্যাচ বাকি। আমি মনে করি ওডিআই এবং টি২০ সিরিজ আরও উত্তেজক হবে।”

Advertisement

আরও পড়ুন: বুমরার থেকে এগিয়ে ভুবনেশ্বর

আরও পড়ুন: ভারত-পাকিস্তান সেমিফাইনালের আগেই ফাইনালে অস্ট্রেলিয়া

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন