Kuldeep Yadav

অ্যাডিলেডে শেন ওয়ানের্র ক্লাসে মনোযোগী ছাত্র কুলদীপ

এদিন খেলা শুরুর আগে নেটে বোলিং কোচ ভরত অরুণের তত্ত্বাবধানে বল করছিলেন কুলদীপ। তখন সেখানে দেখা যায় ওয়ার্নকেও। বোলিং পর্ব সারা হলে ওয়ার্ন কথাও বলেন কুলদীপের সঙ্গে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৫
Share:

ওয়ার্নের সঙ্গে কুলদীপ। আছেন শাস্ত্রীও। ছবি বিসিসিআইয়ের টুইটার অ্যাকাউন্টের সৌজন্যে।

ক্রিকেটমহল জানে কুলদীপ যাদবের আইডল হলেন কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। এর আগেও অস্ট্রেলিয়ার ভারত সফরে ধরমশালায় টেস্ট অভিষেকের আগে ‘আদর্শ’ ওয়ার্নের থেকে টিপস নিতে দেখা গিয়েছিল কুলদীপকে। রবিবার অ্যাডিলেডেও একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল।

Advertisement

এদিন খেলা শুরুর আগে নেটে বোলিং কোচ ভরত অরুণের তত্ত্বাবধানে বল করছিলেন কুলদীপ। তখন সেখানে দেখা যায় ওয়ার্নকেও। বোলিং পর্ব সারা হলে ওয়ার্ন কথাও বলেন কুলদীপের সঙ্গে। সেখানে তখন হাজির ছিলেন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রীও।

অস্ট্রেলিয়ার শেষ ভারত সফরে ধরমশালা টেস্টে অভিষেক হয়েছিল কুলদীপের। সেই টেস্টে দুর্দান্ত একটা স্পেলও করেছিলেন। নিয়েছিলেন চার উইকেট। কিন্তু, ভারতের চলতি অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে অ্যাডিলেডে তিনি প্রথম এগারোয় নেই। একমাত্র স্পিনার হিসেবে খেলছেন রবিচন্দ্রন অশ্বিন।

Advertisement

আরও পড়ুন: অ্যাডিলেডে ঐতিহাসিক টেস্ট জয় থেকে ছয় উইকেট দূরে ভারত

আরও পড়ুন: কেমন হতে পারে আসন্ন আইপিএল-এ নাইট রাইডার্সের সেরা একাদশ

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন