India vs South Africa

কী ভাবে বল করতে হবে, কুলদীপকে বলে দেন ধোনি

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ম্যাচেই সাফল্য। প্রথম ওডিআই-তে তিনটি উইকেট পেয়েছেন কুলদীপ যাদব। তাঁর শিকারের তালিকায় আছেন ডেভিড মিলার, ক্রিস মরিস এবং জেপি ডুমিনির মতো ব্যাটসম্যানরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:৫৫
Share:

ডেভিড মিলারকে আউট করার পর কুলদীপ যাদবকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস। ছবি:

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ম্যাচেই সাফল্য। প্রথম ওডিআই-তে তিনটি উইকেট পেয়েছেন কুলদীপ যাদব। তাঁর শিকারের তালিকায় আছেন ডেভিড মিলার, ক্রিস মরিস এবং জেপি ডুমিনির মতো ব্যাটসম্যানরা। ১০ ওভারে কুলদীপের বোলিং স্পেল ১০-০-৩৪-৩। কিন্তু এই কুলদীপই প্রথমে ঠিক করতে পারছিলেন না, দক্ষিণ আফ্রিকার মাটিতে তাঁর প্রথম ম্যাচে কী ভাবে বোলিংটা করবেন!

Advertisement

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ম্যাচ শেষে জানিয়েছেন কুলদীপ নিজেই। বলেন, “প্রথমের দিকে আমি বুঝতেই পারছিলাম না কী রকম বল করা উচিত এই পিচে। কারণ প্রথমবার আমি দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলছি এবং এটা আমার জন্য সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা। আমাদের বোলিংয়ের সময় মাঠে হাওয়ার দাপট ছিল ভালই। ফলে আমি দ্বিধায় পড়ে গিয়েছিলাম কোন ভ্যারিয়েশন ব্যবহার করবো তা নিয়ে।”

কিন্তু এমন দ্বিধার পরও সাফল্য এল কী করে? এর উত্তরও দিয়েছেন তিনি। নিজের সাফল্যের নেপথ্যে কুলদীপ সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনিকে। কুলদীপ বলেন, “কিছুই যখন বুঝে উঠতে পারছিলাম না, তখন আমি মাহি ভাইয়ের কাছে জানতে চাই কী ভাবে বল করাটা উচিত হবে। বিশেষ না ভেবে আমায় নিজের স্বাভাবিক খেলাটা খেলতে বলেন মাহি ভাই। এ ছাড়া উইকেটের পিছন থেকে বিভিন্ন সময় পরামর্শও দিতে থাকেন তিনি। আর এটাই আমাকে সাহায্য করেছে।”এখানেই থামেননি তরুণ চায়নাম্যান স্পিনার। তিনি আরও বলেন, “উইকেটের পিছন থেকে এক জন স্পিনারের ৫০ শতাংশ কাজটাই করে দেন মাহি ভাই। কারণ উনি অনেক ক্রিকেট খেলেছেন এবং সহজেই ব্যাটসম্যানদের মানসিকতাটা বুঝতে পারেন।”

Advertisement

আরও পড়ুন: ভুল বোঝাবুঝিতে রান আউট, কোহালির উপর বিরক্তি প্রকাশ ধবনের

আরও পড়ুন: সেঞ্চুরি করে সৌরভের রেকর্ড স্পর্শ করলেন বিরাট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement