Cricket

অস্ট্রেলিয়া সফরে স্মিথদের সমস্যায় ফেলবে কুলদীপের ঘূর্ণি, বলছেন চ্যাপেল

ভারতীয় দলের পেসাররা এখন যে কোনও দলের রাতের ঘুম কেড়ে নিতে পারেন।ইদানীংকালে বুমরা-শামিরা বিদেশের মাটিতে গিয়েও দাপট দেখিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

মেলবোর্ন শেষ আপডেট: ০৮ জুন ২০২০ ১৮:৪০
Share:

কুলদীপের স্পিন ভোগাতে পারে অজিদের।

অস্ট্রেলিয়া সফরে কুলদীপ যাদবের ঘূর্ণি স্মিথ-ওয়ার্নারদের মাথাব্যথার কারণ হতে পারে।প্রাক্তন অস্ট্রেলীয় ক্যাপ্টেন ইয়ান চ্যাপেল তাঁর কলামে এ কথাই লিখেছেন।

Advertisement

ভারতীয় দলের পেসাররা এখন যে কোনও দলের রাতের ঘুম কেড়ে নিতে পারেন।ইদানীংকালে বুমরা-শামিরা বিদেশের মাটিতে গিয়েও দাপট দেখিয়েছেন। ইয়ান চ্যাপেল অবশ্য ফাস্ট বোলারদের থেকে স্পিনার কুলদীপকেই অজি সফরে ভারতের তুরুপের তাস বলে মনে করছেন। চ্যাপেল লিখেছেন,“কুলদীপের রিস্ট স্পিন অস্ট্রেলিয়ার পিচে উইকেট আনতে পারে। এর জন্য অবশ্য সাহসী দল নির্বাচনের দরকার।”

সীমিত ওভারের ক্রিকেটে কুলদীপ ভারতীয় বোলিং বিভাগের অন্যতম অস্ত্র। ৬টি টেস্ট ম্যাচ এখনও পর্যন্ত তিনি খেলেছেন। ৬টি টেস্ট থেকে ২৪টি উইকেট তিনি নিয়েছেন। শেষ টেস্ট অবশ্য কুলদীপ খেলেছেন গত বছর অস্ট্রেলিয়ার মাঠেই। চ্যাপেল বলছেন, “স্পিনার নির্বাচন করাই কঠিন কাজ নির্বাচকদের কাছে।রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড ভাল। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে রেকর্ড ভাল নয়। রবীন্দ্র জাদেজার অলরাউন্ড প্রতিভা এবং বোলিংয়ের ফর্ম তাঁকে চ্যালেঞ্জার করে তুলতেই পারে।”

Advertisement

আরও পড়ুন: সচিন ৯১ রানে আউট হওয়ায় আমি আর আম্পায়ার খুনের হুমকি পাই, দাবি ইংরেজ পেসারের​

আরও পড়ুন: ডেথ ওভারে ধোনিকে আটকানোর ফর্মুলা বাতলালেন দীপক চহার​

স্পিনারদের পাশাপাশি হার্দিক পাণ্ড্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে বলেই মনে করেন চ্যাপেল। তিনি লিখেছেন, “পাণ্ড্যর উপস্থিতি ভারতের বোলিংকে আরও শক্তিশালী করতে পারে। আরও বেশি অপশন থাকবে ভারতের হাতে। পেসাররা যখন সাময়িক বিশ্রাম নেবে,তখন পাণ্ড্যকে বল করতে ডাকা যেতেই পারে।” আর পাণ্ড্য যদি সাতে নামে, তা হলে ঋষভ পন্থ ছ’নম্বরে ব্যাট করবেন বলেই লিখেছেন চ্যাপেল।

তাই বলে কি অস্ট্রেলিয়ার মাটিতে কোনও পরীক্ষাই দিতে হবে না ভারতকে? চ্যাপেল লিখেছেন, “অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং ভারতের কাছে চিন্তার।” তাঁর মতে, এই অস্ট্রেলিয়ান ব্যাটিং কেবল স্মিথ ও ওয়ার্নারের উপরে নির্ভরশীল নয়। তিন নম্বরে লাবুশানে উঠে এসেছেন। ফলে চ্যাপেলের মতে সফর জমজমাট হতে চলেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন