Sports News

ডিআরএস নয় খেলায় মন কুম্বলে অ্যান্ড ব্রিগেডের

মাঝে আর মাত্র একটা দিন। তারপরই রাঁচীতে শুরু তৃতীয় টেস্ট। মঙ্গলবারই ভেন্যুতে পৌঁছে গিয়েছে দুই দল। অনুশীলনও করেছে মূল স্টেডিয়ামে। দলের অবস্থান নিয়ে খুশি কোচ অনিল কুম্বলেও। সিরিজ এই মুহূর্তে ১-১। তৃতীয় টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকতে মরিয়া দুই দলই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ২৩:০৮
Share:

পিচ দেখছেন অনিল কুম্বলে। ছবি: পিটিআই।

মাঝে আর মাত্র একটা দিন। তারপরই রাঁচীতে শুরু তৃতীয় টেস্ট। মঙ্গলবারই ভেন্যুতে পৌঁছে গিয়েছে দুই দল। অনুশীলনও করেছে মূল স্টেডিয়ামে। দলের অবস্থান নিয়ে খুশি কোচ অনিল কুম্বলেও। সিরিজ এই মুহূর্তে ১-১। তৃতীয় টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকতে মরিয়া দুই দলই। হাতে রয়েছে আর দুটো ম্যাচ।

Advertisement

দলের মানসিক অবস্থান

আমি প্লেয়ারদের স্বাভাবিক স্বভাবের উপর কোনও প্রতিবন্ধকতা তৈরি করতে চাই না। যতদিন ওরা নিজেদের কাজটা ঠিকঠাক করবে। দলের স্বাভাবিক মনোভাব নিয়ে কিছু ভাবার নেই। সব প্লেয়ারের নিজস্ব মানসিকতা রয়েছে। আর যেটা আছে সেটাই সবাই চায়। তুমি মাঠে নেমে নিজের সেরাটা দাও।

Advertisement

সিরিজ নিয়ে

এটা খুব গুরুত্বপূর্ণ সিরিজ। এখন ১-১। দুই দলই এই ম্যাচ জয়ের জন্য মরিয়া। কিন্তু আমার বিশ্বাস শেষ পর্যন্ত ক্রিকেটই জিতবে। এখন যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হল খেলাটা নিয়ে ভাবা। আসল কাজ প্লেয়ারদের। ওরা সকলেই ওদের কাজটা খুব ভাল করে জানে।

আরও খবর: বেঙ্গালুরুর পিচও ‘ভাল’ রেটিং পেল না আইসিসিতে

ডিআরএস প্রসঙ্গে

আমার মতে সব থেকে গুরুত্বপূর্ণ হল খেলায় ফোকাসটা ফিরিয়ে আনা। বিসিসিআই-এর সিদ্ধান্তে আমি খুশি। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে মিটিয়ে নেওয়ার সিদ্ধান্তটা বিসিসিআই-এর সঠিক ছিল। ক্রিকেটকে এগিয়ে যেতে হবে বেঙ্গালুরুতে যাই ঘটে থাকুক না কেন। গুরুত্বপূর্ণ বিষয় এটাই।

সিরিজে ফেরা

আমার মনে হয় আমরা দারুণভাবে সিরিজে ঘুরে দাঁড়িয়েছি। প্রথম টেস্ট ওভাবে হারের পর এই জয় পুরস্কারের মতো।

বিরাট কোহালি ও স্মিথের ডিআরএস প্রসঙ্গ

এটা আমাদের খেলার কোনও প্রভাব ফেলবে না। আমরা শুধু খেলতে চাই। আমরা শুধু খেলি আরা খেলার কথাই ভাবি মাঠে। বিরাট ও স্মিথ অবশ্যই দেখা করবে।

অনুশীলনে ভারতীয় দল।

বেঙ্গালুরু টেস্ট

আমার মতে দ্বিতীয় দিন খুব ভাল ছিল। মাত্র ১৯০ রানই উঠেছিল সঙ্গে ছ’উইকেট। আমাদের বোলাররা বিশেষ করে পেসাররা যে ভাবে বল করেছে সেটা প্রশংসার যোগ্য। আমাদের দলে সব রকমের প্রতিভা রয়েছে। যেটা খেলায় প্রভাব ফেলে। আর সে কারণেই আমরা সিরিজে ঘুরে দাঁড়িয়েছি।

দলের ধারাবাহিকতা

এটা খুব ভাল আমরা দীর্ঘদিন ধরে ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছি। সেই ওয়েস্ট ইন্ডিজ ট্যুর থেকে। পর পর পেড়িয়ে গিয়েছি অনেক মাইল স্টোন। আমরা সব সিরিজ জিতেছি। বিরাট চারটি ডবল সেঞ্চুরি করেছে। অশ্বিন দ্রুততম ২৫০ উইকেটের মালিক হয়েছে।

দল নিয়ে

ছেলেরা দারুণভাবে সাড়া দিয়েছে। এতটা দীর্ঘ মরসুম খেলা সহজ নয়। শামির চোট। এ ছাড়াও দলে বেশ কিছু চোট আঘাত রয়েছে। তুমি যদি ঘরের মাঠে ভাল খেল সেটা দলের জন্য ভাল। এটা কোনও ব্যাক্তিগত পারফর্মেন্সের উপর নির্ভর করে না।

উমেশের প্রশংসা

উমেশের বল প্রতিপক্ষকে ধাক্কা দিয়েছে। পুরো কৃতিত্বই ওর। ও প্রতিবার বল করতে আসে উন্নতি লক্ষ্য করা যায়। অশ্বিনের জন্যও দারুণ লাগছে। সঙ্গে জাডেজার র‌্যাঙ্কিংয়ে উঠে আসা।

ধোনি নিয়ে

ধোনিকে ছাড়া ধোনির শহরে খেলাটা অন্যরকম। আমি জানি ও ঝাড়খণ্ডের জন্য খেলছে। আমার বিশ্বাস রাঁচীর মানুষ আমাদের সমর্থন করতে আসবে রাজ্যের এই ঐতিহাসিক সময়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন