Sports News

বন্ধ থাকবে এয়ারপোর্ট, বদলে গেল আইপিএল-এর দিন

১৫, ১৯ ও ২৩ এপ্রিলের হোম ম্যাচ মোহালিতে খেলবে কিংস একাদশ পঞ্জাব। এই ম্যাচগুলি হওয়ার কথা ছিল ইনদওরে। তার বদলে মোহালির চারটি ম্যাচ চলে যাচ্ছে ইনদওরে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৮ ১৮:৫২
Share:

আগামী ১২ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে চণ্ডীগড় বিমান বন্দর। আর সেই কারণেই বদলে দেওয়া হল কিংস একাদশ পঞ্জাবের সূচি। দুটো ভেন্যুতে হোম ম্যাচ খেলবে পঞ্জাব। মোহালিতে প্রথম তিনটি হোম ম্যাচের সময়ের সঙ্গে বদলে ফে‌লা হচ্ছে ইনদওরের শেষ চারটি ম্যাচের সময়। মোহালির ম্যাচ হওয়ার কথা ছিল শেষের দিকে। কিন্তু সেই সময় বন্ধ থাকবে চণ্ডীগড় এয়ারপোর্ট।

Advertisement

যার ফলে আগামী ১৫, ১৯ ও ২৩ এপ্রিলের হোম ম্যাচ মোহালিতে খেলবে কিংস একাদশ পঞ্জাব। এই ম্যাচগুলি হওয়ার কথা ছিল ইনদওরে। তার বদলে মোহালির চারটি ম্যাচ চলে যাচ্ছে ইনদওরে। ৪, ৬, ১২ ও ১৪ মের ম্যাচ চারটি হবে ইনদওরে। সে দিক থেকে চারটি ম্যাচ পাচ্ছে ইনদওর।

বিসিসিআই-এর কার্যকরী সভাপতি সিকে খন্না পিটিআইকে জানিয়েছেন, ‘‘কিংস একাদশ পঞ্জাব মে মাসে মোহালিতে খেলতে পারবে না কিছু সমস্যার জন্য। যে কারণে আইপিএল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুটো ভেন্যুর দিন অদল-বদল করা হল। যে কারণে এপ্রিলে পঞ্জাব খেলবে মোহালিতে এবং মে-তে ইনদওরে।’’

Advertisement

আরও পড়ুন
মুম্বই ইন্ডিয়ান্সে বেহরেনডর্ফের বদলে ম্যাকক্লেনাঘান

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement