লা লিগার বাইরে এলচে

কর বকেয়া থাকায় লা লিগা থেকে অবনমন হয়ে গেল এলচের। তাদের জায়গায় লা লিগায় উঠে আসল আইবর। সদ্যসমাপ্ত মরসুমে এলচে ১৩তম স্থানে শেষ করেও অবনমন বাঁচাতে পারল না।

Advertisement
শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ০৩:১৫
Share:

কর বকেয়া থাকায় লা লিগা থেকে অবনমন হয়ে গেল এলচের। তাদের জায়গায় লা লিগায় উঠে আসল আইবর। সদ্যসমাপ্ত মরসুমে এলচে ১৩তম স্থানে শেষ করেও অবনমন বাঁচাতে পারল না। সঙ্গে প্রায় দু’লক্ষ ইউরো জরিমানাও হয়েছে এলচের। এর আগে ২০১৪-১৫ লা লিগায় খেললেও অবনমনের মুখে পড়েছিল এলচে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement