ISL

ইস্ট-মোহন নয়, বদলে গেল রালতের ঠিকানা

দলবদলের মরশুম শুরু হতেই রালতে-চুলোভাকে নিয়ে বিস্তর কালি খরচ হয়েছিল। জবি জাস্টিন আগেই ইস্টবেঙ্গল ছেড়ে চলে গিয়েছিলেন এটিকে-তে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৯ ১৫:১৫
Share:

রং বদলাচ্ছে রালতের জার্সির। — ফাইল চিত্র।

ইস্ট-মোহন নয়, রালতে যাচ্ছেন আইএসএল-এ। হায়দরাবাদের নতুন ফ্র্যাঞ্চাইজির জার্সি চাপিয়েই খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারকে।

Advertisement

ইন্ডিয়ান সুপার লিগের ক্রীড়াসূচি ইতিমধ্যেই প্রকাশ করা হয়ে গিয়েছে। হায়দরাবাদের নাম নেই সেই সূচিতে। সেখানে রয়েছে এফসি পুণে সিটির নাম। কিন্তু, ভারতীয় ফুটবলমহলের খবরের ভিতরের খবর বলছে, আগামী সপ্তাহের মধ্যেই হায়দরাবাদের নাম প্রকাশ্যে আনা হবে। তারাই খেলবে আইএসএল। হায়দরাবাদের হয়েই খেলতে নামবেন রালতে।

দলবদলের মরশুম শুরু হতেই রালতে-চুলোভাকে নিয়ে বিস্তর কালি খরচ হয়েছিল। জবি জাস্টিন আগেই ইস্টবেঙ্গল ছেড়ে চলে গিয়েছিলেন এটিকে-তে। চুলোভার সঙ্গে রালতের নাম শোনা যাচ্ছিল মোহনবাগানে। চুলোভা সবুজ-মেরুনে গেলেও রালতে যাননি বাগানে। তাঁকে নিয়ে চলছিল জল্পনা। নিজের গন্তব্য ঠিক করে নেন রালতে। তাঁকে রেখে দেওয়ার চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল। বর্ষসেরা ফুটবলার হিসেবে রালতেকে বেছেও নেওয়া হয়েছিল লাল-হলুদের তরফে। সেই রালতে আইলিগ ছেড়ে খেলবেন আইএসএল-এ।

Advertisement

আরও পড়ুন: এ ছেলে অনেক দূর যাবে, সুমিতকে সার্টিফিকেট ফেডেরারের

এ বার শক্তিশালী দল গড়ছে হায়দরাবাদ। দলের রিমোট কন্ট্রোল থাকবে ফিল ব্রাউনের হাতে। রালতে ছাড়াও আইলিগ কাঁপানো স্বদেশি ও বিদেশি ফুটবলারকে দেখা যাবে হায়দরাবাদের হয়ে খেলতে। অপেক্ষা শুধু কয়েকদিনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন