চুরি ল্যাপটপ

অব্যবস্থার পর এ বার অলিম্পিক্স ভিলেজে চুরির অভিযোগ উঠল। এ বারও ঘটনার কেন্দ্রে অস্ট্রেলিয়া দল। যারা ভিলেজের ব্যবস্থায় অখুশি হয়ে প্রথম দিকে হোটেলে থাকছিল।

Advertisement
শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৬ ০৪:১৬
Share:

অব্যবস্থার পর এ বার অলিম্পিক্স ভিলেজে চুরির অভিযোগ উঠল। এ বারও ঘটনার কেন্দ্রে অস্ট্রেলিয়া দল। যারা ভিলেজের ব্যবস্থায় অখুশি হয়ে প্রথম দিকে হোটেলে থাকছিল। এ দিন অস্ট্রেলিয়ার শেফ দ্য মিশন কিটি চিলার জানান, ভিলেজের বেসমেন্টে আগুন লাগার ফলে ভিলেজ খালি করে দেওয়ার সময় তাঁদের একটি ল্যাপটপ এবং টিম শার্ট চুরি হয়। যে ঘটনার পর ভিলেজের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement