শেষ রাউন্ডেই হয়তো ফয়সালা হবে, বলছেন সঞ্জয় সেন

আই লিগে খাতায় কলমে ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ক্ষীণ সুযোগ আছে এখনও। তবে লিগ টেবলের যা অবস্থা তাতে খেতাব জয়ের মূল লড়াই হতে চলেছে মোহনবাগান ও আইজল এফ সি-র মধ্যে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৭ ০৩:১৯
Share:

আই লিগে খাতায় কলমে ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ক্ষীণ সুযোগ আছে এখনও। তবে লিগ টেবলের যা অবস্থা তাতে খেতাব জয়ের মূল লড়াই হতে চলেছে মোহনবাগান ও আইজল এফ সি-র মধ্যে। এই দু’টো টিমই ১৫ টি করে ম্যাচ খেলে ৩০ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। দু’টি টিমেরই ম্যাচ বাকি তিনটে করে। আর মজার ব্যাপার হল, তিনটের মধ্যে সঞ্জয় সেন বনাম খালিদ জামিলের খেলা রয়েছে একটি। যে খেলাটা আবার হবে আইজলের মাঠে। সে জন্যই সম্ভবত মোহনবাগান কোচ সঞ্জয় সেন বুধবার বলে দিয়েছেন, ‘‘যা অবস্থা তাতে শেষ রাউন্ডেই ফয়সালা হবে।’’ সনি নর্দেরা শেষ ম্যাচ খেলবেন নিজেদের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে।

Advertisement

আরও পড়ুন: শেষ রাউন্ডেই হয়তো ফয়সালা হবে, বলছেন সঞ্জয় সেন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement