সেরিনাকে ফের ব্যঙ্গ কিংবদন্তির

প্রথম ‘সার্ভ’টা ম্যাকেনরোই করেছিলেন। বলেছিলেন, পুরুষদের সার্কিটে সেরিনার র‌্যাঙ্কিং হতো ৭০০। যা নিয়ে সেরিনার জবাব ছিল, ‘‘আমাকে নিয়ে কোনও মন্তব্য করবেন না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৭ ১৩:৪৫
Share:

জন ম্যাকেনরো বনাম সেরিনা উইলিয়ামস ‘ম্যাচ’ থেমেও থামছে না।

Advertisement

প্রথম ‘সার্ভ’টা ম্যাকেনরোই করেছিলেন। বলেছিলেন, পুরুষদের সার্কিটে সেরিনার র‌্যাঙ্কিং হতো ৭০০। যা নিয়ে সেরিনার জবাব ছিল, ‘‘আমাকে নিয়ে কোনও মন্তব্য করবেন না। আমার ব্যক্তিগত জীবনকে সম্মান করুন।’’

সেরিনার সেই কথার প্রসঙ্গ টেনে এনে মঙ্গলবার আবার বিতর্ক উস্কে দিলেন মার্কিন কিংবদন্তি টেনিস খেলোয়াড়। উইম্বলডন চলাকালীন ম্যাকেনরো বলে দিলেন, ‘‘সেরিনা আমাকে বলেছিল, ওর ব্যক্তিগত জীবনকে সম্মান করতে। সেটা খুব ভাল কথা। কিন্তু আমি দেখলাম, ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের কভারে ডেমি মুরের মতো একটা ছবি দিয়েছে সেরিনা!’’

Advertisement

১৯৯১ সালে অন্তঃসত্ত্বা থাকার সময় নগ্ন অবস্থায় ওই ম্যাগাজিনের কভারে ছবি দিয়েছিলেন অভিনেত্রী ডেমি মুর। যা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। এ বার একই ভাবে ম্যাগাজিনের কভারে এলেন সেরিনাও। যা নিয়েই ম্যাকেনরোর ব্যঙ্গ। এই নিয়ে সেরিনার কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন: পাকিস্তান ক্রিকেটে পাঁচ বছর পর সব ফর্ম্যাটে এক অধিনায়ক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement