Sports News

বেঙ্গালুরু এফসিতে লেনি রডরিগেজ

নিজেদের মাঝমাঠকে আরও শক্তিশালী করে নিল বেঙ্গালুরু এফসি। হরমনজ্যোত খাবরার পর এ বার আই লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দিলেন লেনি রডরিগেজ। আইএসএল দল এফসি পুণে সিটি থেকে লোনে বেঙ্গালুরু এফসিতে যোগ দিলেন লেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ২১:৪৪
Share:

বেঙ্গালুরু এফসির অনুশীলনে নেমে পড়লেন লেনি রডরিগেজ। ছবি: সংগৃহীত।

নিজেদের মাঝমাঠকে আরও শক্তিশালী করে নিল বেঙ্গালুরু এফসি। হরমনজ্যোত খাবরার পর এ বার আই লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দিলেন লেনি রডরিগেজ। আইএসএল দল এফসি পুণে সিটি থেকে লোনে বেঙ্গালুরু এফসিতে যোগ দিলেন লেনি। এর আগে ছ’বছর খেলেছেন গোয়ার ক্লাব চার্চিল ব্রাদার্সের হয়ে। মাঝে ডেম্পো ও মোহনবাগানেও ছিলেন। জাতীয় দলেরও নিয়মিত সদস্য লেনি এ বার দেশের সব থেকে পেশাদার ক্লাবে। বেঙ্গালুরুতে সই করে লেনি বলেন, ‘‘বেঙ্গালুরুতে যোগ দেওয়াটা একটা স্বপ্ন। ২০১৩ সালে যখন ক্লাব প্রথম আই লিগ খেলল তখন থেকেই আমার সঙ্গে কথা চলছিল। কিন্তু আমার বিভিন্ন ক্লাবের সঙ্গে চুক্তি থাকায় হয়ে ওঠেনি। আবার সেই সুযোগ আসায় এ বার আর হাতছাড়া করতে চাইনি। বেঙ্গালুরুতে যোগ দেওয়াটা আমার কাছে গর্বের।’’

Advertisement

আরও খবর:- বেঙ্গালুরু এফসিতে হরমনজ্যোত খাবরা

বেঙ্গালুরুর কোচ অ্যালবার্ট রোকাও উচ্ছ্বসিত লেনিকে দলে নিয়ে। তিনি বলেন, ‘‘আমরা লেনির দিকে নজর রেখেছিলাম। ওর খেলার ভিডিও দেখেছিলাম। আমার মতে ও আমাদের দলের সঙ্গে খুব সহজেই মানিয়ে নিতে পারবে। লেনিকে দলে নিতে পেরে আমরা খুশি।’’ বেঙ্গালুরুর ফ্যানদের সামনে খেলতে পারবে ভেবেই উচ্ছ্বসিত লেনি রডরিগেজ। বলেন, ‘‘আমি দেখেছি বেঙ্গালুরুর ফ্যানরা দারুণ। ওরা যে ভাবে দলকে সমর্থন করে সেটাও অনবদ্য। এ বার সেই সমর্থনটাই সামনে থেকে অনুভব করব।’’

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন