Formula One

বরফে ঢাকা পিচ্ছিল ট্র্যাকে মহড়া দিয়ে নাজেহাল হ্যামিল্টনেরা

আর এক প্রতিযোগী দানিয়েল কিয়াতের প্রতিক্রিয়া, ‍‘‍‘বরফের মধ্য দিয়ে গাড়ি চালানোর সময়েও এর চেয়ে সহজে চালাতে পারি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ০৪:১২
Share:

অস্বস্তি: বরফের মধ্যে এ ভাবেই গাড়ি চালালেন লুইস। গেটি ইমেজেস

একে ঠান্ডা। তার উপরে গতিতে অনুশীলন করার সময়েই ধেয়ে এল বৃষ্টি। আর তাতেই নাজেহাল হলেন ফর্মুলা ওয়ানের বিখ্যাত সব চালকেরা। কারও গাড়ি বেশি পিছলে গেল। কারও গাড়ি আবার লাট্টুর মতো ঘুরল। বেশির ভাগেরই অভিমত, ‍‘‍‘মনে হচ্ছিল বরফের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি।’’

Advertisement

বৃষ্টিস্নাত পিচ্ছিল রাস্তায় এই ঘটনা ঘটেছে তুরস্ক গ্রঁ প্রিঁ-র অনুশীলনে। যার ফলে, দূরত্ব অতিক্রমে সময়ের হিসেবও ঠিক থাকেনি অনেকেরই।

মার্সিডিজ়-এর বিখ্যাত চালক লুইস হ্যামিল্টন যেমন বলেছেন, ‍‘‍‘বরফ জমে থাকলে রাস্তায় গাড়ি চালাতে যে অসুবিধা হয়, তেমন অভিজ্ঞতাই হয়েছে।’’ রবিবার ইস্তানবুল পার্কে আয়োজিত এই গাড়ি-দৌড়ে অন্যতম ফেভারিট হ্যামিল্টন। তবে অনুশীলনে সবার শেষেই দৌড় শেষ করেন তিনি। যে প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া, ‍‘‍‘গাড়ির চাকার মাটি কামড়ে থাকাই ছিল কঠিন।’’

Advertisement

আর এক প্রতিযোগী দানিয়েল কিয়াতের প্রতিক্রিয়া, ‍‘‍‘বরফের মধ্য দিয়ে গাড়ি চালানোর সময়েও এর চেয়ে সহজে চালাতে পারি।’’ তবে এই প্রতিকূলতা নিয়েই সবার আগে দৌড় শেষ করেন রেড বুলের ম্যাক্স ভারস্টাপেন। ২৩ বছর বয়সি এই ডাচ চালক ছ’পাকের দৌড় শেষ করেন এক মিনিট ৪৮.৪৮৫ সেকেন্ডে। তাঁর পিছনে থেকে দ্বিতীয় হয়ে শেষ করেন ফেরারির শার্ল লুকলেহা। তবে তাঁর গাড়িও অসুবিধায় পড়েছিল। রেনঁ-র এস্তেবান ওকোন-এর সঙ্গে তাঁর গাড়ি পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে লাট্টুর মতো এক বার পাক খায়। যে প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া, ‍‘‍‘অত্যন্ত পিচ্ছিল রাস্তা। চূড়ান্ত দৌড়ের সময় যদি এ রকম রাস্তায় গাড়ি চালাতে হয়, তার জন্য প্রবল প্রস্তুতি দরকার। এটা

একটা বড় পরীক্ষা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement