প্রত্যাশা মতো জার্মান গ্রাঁ প্রি-তে চ্যাম্পিয়ন হলেন লুইস হ্যামিল্টন। চলতি গ্রাঁ প্রি মরসুমে সাতটার মধ্যে ছ’টা জিতলেন হ্যামিল্টন। কেরিয়ারে এটা তাঁর তৃতীয় জার্মান গ্রাঁ প্রি। চ্যাম্পিয়ন হওয়ার পর পোডিয়ামে দাঁড়িয়ে উচ্ছ্বাসে শূন্যে ট্রফি ছুড়ে দেন হ্যামিল্টন। বলেছেন, ‘‘আজ কোনও ভুল হয়নি। তাই মসৃণ ভাবে শেষ করা গেল।’’