ঘরোয়া লিগ নিয়ে ব্যস্ত মেসি, রোনাল্ডো

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে জোড়া গোল করে বার্সেলোনাকে জিতিয়ে সেমিফাইনালে চলে গিয়েছেন লিয়োনেল মেসি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৯ ০২:৪৪
Share:

ছবি এএফপি।

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর টানা চতুর্থ বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এ বছরের মতো শেষ। যা নিয়ে মারাত্মক হতাশ পর্তুগিজ তারকা। সেটা পরিষ্কার হয়েছে রোনাল্ডোর মা দোলোরেস আভেইরোর কথায়, ‘‘খুব দুঃখ পেয়েছে ক্রিশ্চিয়ানো। কারণ, এ বার জুভেন্তাসের হয়ে ফাইনাল খেলতে পারলে ও সব চেয়ে খুশি হত।’’

Advertisement

সেখানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে জোড়া গোল করে বার্সেলোনাকে জিতিয়ে সেমিফাইনালে চলে গিয়েছেন লিয়োনেল মেসি।

আপাতত বিশ্ব ফুটবলের দুই সেরা তারকাই ব্যস্ত ইটালি ও স্পেনের ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ‘সেরি আ’-তে এই মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল জুভেন্তাস শীর্ষে। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৮৪। সমসংখ্যক ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৬৭। অর্থাৎ রোনাল্ডোরা এগিয়ে ১৭ পয়েন্টে। আজ, শনিবার তুরিনে রোনাল্ডোদের প্রতিপক্ষ ফিয়োরেন্তিনা। যে ম্যাচ ড্র করলেই টানা আট বার সেরি আ চ্যাম্পিয়ন হয়ে যাবে মাসিমিলিয়ানো আলেগ্রির দল। সি আর সেভেনও ফুটছেন প্রথম বার ইটালির ক্লাবে খেলতে এসে ‘সেরি আ’ জিতে মরসুম শেষ করতে। লা লিগায় ৩২ রাউন্ডের পরে লিয়ো মেসির বার্সেলোনাও শীর্ষে। তাদের পয়েন্ট ৭৪। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো দে মাদ্রিদের পয়েন্ট ৬৫। শনিবার রাতে বার্সার প্রতিপক্ষ রিয়াল সোসিদাদ। তার পরে খেলতে হবে আলাভেস ও লেভান্তের বিরুদ্ধে। এই তিনটি ম্যাচ জিতলেই লা লিগা চ্যাম্পিয়ন বার্সা। গত এগারো বছরে আট বার। ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে বলছেন, ‘‘লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ দুই প্রতিযোগিতাতেই এখনও অনেক পথ যেতে হবে। ম্যাচভিত্তিক

Advertisement

রণনীতি সাজাচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন