Calcutta Stock Exchange

শেয়ার বাজার নয়, এ বার থেকে ব্রোকিং সংস্থার কাজ করবে কলকাতা স্টক এক্সচেঞ্জ

সিএসই-র পরামর্শদাতা কমিটির সদস্য বিধান দুগার জানান, দীর্ঘ দিন ধরে অনেক চেষ্টা করেও সেবি-র থেকে এক্সচেঞ্জ চালানোর অনুমতি মেলেনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৫
Share:

কলকাতা স্টক এক্সচেঞ্জ। —ছবি : সংগৃহীত

কলকাতার শেয়ার বাজারে লেনদেন বহু দিন বন্ধ। চেষ্টা হচ্ছিল খোলার। কিন্তু এখনও অনুমতি না পেয়ে এ বার স্টক এক্সচেঞ্জ হিসাবেই আর না থাকার সিদ্ধান্ত নিল ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ (সিএসই)। অর্থাৎ শেয়ার বাজার হয়ে লেনদেনের কাজ আর করবে না তারা। পরিবর্তে ব্রোকিং সংস্থার কাজ করবে।

সিএসই-র পরামর্শদাতা কমিটির সদস্য বিধান দুগার জানান, দীর্ঘ দিন ধরে অনেক চেষ্টা করেও সেবি-র থেকে এক্সচেঞ্জ চালানোর অনুমতি মেলেনি। তাই স্টক এক্সচেঞ্জ হিসেবে অস্তিত্ব গুটিয়ে নেওয়ার এই সিদ্ধান্ত। তবে ঝাঁপ বন্ধ না করে এ বার থেকে কাজ করবে ব্রোকার হিসেবে। শেয়ার কেনাবেচার জন্য ব্রোকার-সহ শেয়ার লেনদেনে ইচ্ছুক সংস্থা বা ব্যক্তিকে অনুমোদিত সংস্থা/ব্যক্তি (অথরাইজ়ড পার্সন) নিযুক্ত করবে। যাঁরা দেশের প্রধান দুই শেয়ার বাজার এনএসই এবং বিএসইতে লেনদেন করতে পারবে।

এর অঙ্গ হিসেবেই এ বার সিএসই বাইপাসের ধারে তাদের জমি সাব-লিজ় দিতে উদ্যোগী হয়েছে। সায় মিলেছে সেবির। প্রোমোটিং সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। চুক্তি কার্যকর করার জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন আদায়
করতে ১৬ জানুয়ারি বিশেষ সাধারণ সভা ডেকেছে সিএসই। উল্লেখ্য, বাইপাসের ধারে নব্বইয়ের দশকে রাজ্যের থেকে ১০ কোটি টাকায় ৩ একর জমি কিনেছিল তারা। তা এখন সাব-লিজ় দিচ্ছে ২৫৬ কোটিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন