ছবি: সংগৃহীত।
দ্রুতগামী গাড়ির ধাক্কায় উড়ালপুল থেকে ছিটকে পড়েও অলৌকিক ভাবে বাঁচলেন তরুণ! বৈদ্যুতিক খুঁটিতে জামা আটকে যাওয়ায় ‘পুর্নজন্ম’ হল তাঁর। গুজরাতের বডোদরার ঘটনা। শনিবারের সেই দুর্ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিদ্যুতের খুঁটিতে যুবকের জামাটি আটকে রয়েছে। ২০ ফুট উঁচু সেতু থেকে ঝুলছেন তিনি। তাঁকে ওই অবস্থায় দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। হাত টেনে ধরে কোনও রকমে সেতুর উপরে তোলা হয় বিপদগ্রস্ত তরুণকে। সংবাদ প্রতিবেদন অনুসারে, তরুণের নাম সিদ্ধরাজ সিং মাহিদা, বয়স ২০। ঘটনাটি নন্দেসারি সেতুর উপর ঘটেছে।
শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ সেতুর উপর দিয়ে যাওয়া এক বাইক আরোহীকে একটি গাড়ি ধাক্কা দেয়। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে যুবক ছিটকে সেতুর দেওয়াল টপকে পড়ে যাওয়ার উপক্রম হয়। ধাক্কা এবং আঘাতের কারণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ভাগ্যক্রমে, তরুণের জামা সেতুর বৈদ্যুতিক খুঁটিতে আটকে যায়। গুজরাতের আনন্দ জেলার বাসিন্দা তরুণকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। পুলিশ ঘটনার তদন্ত নেমেছে। যে গাড়িটি সিদ্ধরাজকে ধাক্কা মেরেছিল সেটিকে খোঁজার চেষ্টা করছে পুলিশ। যদিও তরুণের পরিবার এখনও পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের করেনি বলে সূত্রের খবর।