৪০০ জয়ের বিরল লক্ষ্যের মুখে মেসি

চারশোতম জয়ের খোঁজে লিওনেল মেসি। রবিবার লা লিগার মহারণে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও আতলেতিকো দে মাদ্রিদ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:০৩
Share:

আতলেতিকোর জন্য তৈরি মেসি।

চারশোতম জয়ের খোঁজে লিওনেল মেসি।

Advertisement

রবিবার লা লিগার মহারণে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও আতলেতিকো দে মাদ্রিদ। ভিসেন্তে কালদেরন স্টেডিয়াম থেকে যদি জয় তুলে আনতে পারেন মেসি, তা হলে বার্সেলোনার জার্সিতে তাঁর চারশোতম জয় হবে। বার্সার হয়ে মোট ৫৬৪টা ম্যাচ খেলেছেন মেসি। জিতেছেন ৩৯৯টা। জিতেছেন ২৯টা ট্রফিও।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ম্যাচে প্যারিস সঁ জরমঁর বিরুদ্ধে লজ্জার ০-৪ হারের পর কটাক্ষের মুখে পড়তে হয়েছিল মেসিকে। সমালোচকদের মতে, এল এম টেন ফুরিয়ে গিয়েছেন। কিন্তু লেগানেসের বিরুদ্ধে জোড়া গোল করে তার জবাবও দেন মেসি। বুঝিয়ে দেন এখনও বার্সাকে একা ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন তিনি।

Advertisement

মেসির রেকর্ডের থেকেও অবশ্য বার্সা শিবির জুড়ে চিন্তা লা লিগা নিয়ে। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে রিয়ালের হারের সুবিধা নিতে রবিবার আতলেতিকোর বিরুদ্ধে জিততেই হবে বার্সাকে। কিন্তু ভিসেন্তে কালদেরণ মানেই তো আতঙ্ক! যদিও ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে আত্মবিশ্বাসী বার্সার জর্দি আলবা। যিনি মনে করছেন, লিগ এখনও শেষ হয়নি। বলেছেন, ‘‘এখনও লা লিগায় অনেক ম্যাচ বাকি। কিছুই ঠিক হয়নি। তবে আমরা আর পয়েন্ট নষ্ট করতে পারব না।’’ সঙ্গে স্প্যানিশ লেফটব্যাক যোগ করেন, ‘‘আমরা এখনও বেঁচে আছি। যদি ঠিক মতো খেলতে পারি, তা হলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে।’’

এর মধ্যেই আগামী মরসুমের দল নিয়ে ভাবনা শুরু করেছে বার্সা। রিয়াল মাদ্রিদ থেকে ফ্রান্সিসকো ইস্কোকে ছিনিয়ে আনতে মরিয়া তারা। কারণ, ২৪ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে চাইছেন মেসি। ব্যক্তিগত ভাবে তিনি ক্লাব কর্তাদের বলে রেখেছেন যে কোনও মূল্যে ইস্কোকে সই করাতই হবে। স্পেনের জাতীয় দলের সতীর্থকে বার্সায় চান আলবাও। বলেছেন, ‘‘রিয়াল মাদ্রিদে খেলে তো কী হয়েছে। ইস্কোর মতো ফুটবলার দলে থাকলে আমরা আরও বেশি শক্তিশালী হব।’’

বার্সার বিরুদ্ধে ম্যাচের আগে আবার আতলেতিকো ডিফেন্ডার ফিলিপে লুইসও বলছেন, ‘‘আমার মনে হয় খুব কঠিন একটা ম্যাচ হবে। কিন্তু আমরা তৈরি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন