ব্যালন যুদ্ধে মেসি প্রতিপক্ষ নন, মত রোনাল্ডোর

এ বছর ছয় নম্বর ব্যালন ডি’ওর জেতার আশা হারাচ্ছেন না রোনাল্ডো। কিন্তু এ বার আর মেসিকে ব্যালন ডি’ওর-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন না তিনি। বরং ফরাসি তারকা আঁতোয়া গ্রিজম্যান ও ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচকে নিয়েই বেশি চিন্তিত সি আর সেভেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৮ ০৪:৫৫
Share:

আশাবাদী: ষষ্ঠ ব্যালন ডি’ওর জেতার স্বপ্ন রোনাল্ডোর। ফাইল চিত্র

গত দশ বছরে দু’জন ছাড়া ব্যালন ডি’ওর উঠতে দেখা যায়নি কারও হাতে। ২০০৭-০৮ মরসুমে ব্রাজিলের কাকা জেতার পর থেকে টানা দশ বছর ধরে চলেছে দু’জনেরই রাজত্ব। একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্য জন অবশ্যই লিয়োনেল মেসি। দুই কিংবদন্তির ঝুলিতেই রয়েছে পাঁচটি করে ব্যালন ডি’ওর।

Advertisement

এ বছর ছয় নম্বর ব্যালন ডি’ওর জেতার আশা হারাচ্ছেন না রোনাল্ডো। কিন্তু এ বার আর মেসিকে ব্যালন ডি’ওর-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন না তিনি। বরং ফরাসি তারকা আঁতোয়া গ্রিজম্যান ও ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচকে নিয়েই বেশি চিন্তিত সি আর সেভেন।

বুধবার রোনাল্ডো বলেছেন, ‘‘যদি বলি, আমি ব্যালন ডি’ওর জিততে চাই না, তা হলে মিথ্যে বলা হবে। অবশ্যই ছয় নম্বর ট্রফিটা নিজের ঘরে দেখতে চাই।’’ সঙ্গে যোগ করেন, ‘‘তবে বুঝতে পারছি না এ বার মেসিকে সেই জায়গায় দেখতে পাব কি না। প্রতিপক্ষ হিসেবে মহম্মদ সালাহ, লুকা মদ্রিচ, গ্রিজম্যান, রাফায়েল ভারান ও কিলিয়ান এমবাপেকেই এগিয়ে রাখছি।’’ ফরাসি তারকাদের কেন বেশি এগিয়ে রাখছেন কিংবদন্তি? রোনাল্ডোর ব্যাখ্যা, ‘‘কারণ ওরা বিশ্বচ্যাম্পিয়ন।’’ তবে এ বছর বিশ্বসেরার পুরস্কার জিতলেও আগামী দশ বছর নিজেদের রাজত্ব ধরে রাখতে তাঁরা পারবেন কি না, সে বিষয়ে সন্দেহ রয়েছে তাঁর।

Advertisement

বিতর্কিত মন্তব্য করে সি আর সেভেন বলেন, ‘‘আমি দেখতে চাই আগামী দশ বছরে আমার আর মেসির মতো জায়গা ওরা ধরে রাখতে পারে কি না। আমি আর মেসি এখনও এই প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করি। যত দিন খেলব, তত দিনই লড়াইয়ে থাকার চেষ্টা করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন