মেসির বিয়ে ঘিরে কড়া নিরাপত্তা

৩০ জুন বান্ধবী আন্তোনেলা রোকুজ্জোকে বিয়ে করতে চলেছেন মেসি। তার আগে অবশ্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে রোজারিও-কে। মেসির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন বিশ্বের সেরা ফুটবলাররা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জুন ২০১৭ ০৪:২৮
Share:

যুগলবন্দি: আন্তোনেলার সঙ্গে লিওনেল মেসি। ফাইল চিত্র

ছ’শোজনের ওপর অতিথি। গায়িকা, অভিনেতা থেকে শুরু করে ফুটবলার। রোজারিও এখন থেকেই উন্মাদনা শুরু হয়ে গিয়েছে তাদের সেরা আকর্ষণের বিবাহকে কেন্দ্র করে।

Advertisement

৩০ জুন বান্ধবী আন্তোনেলা রোকুজ্জোকে বিয়ে করতে চলেছেন মেসি। তার আগে অবশ্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে রোজারিও-কে। মেসির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন বিশ্বের সেরা ফুটবলাররা। বার্সেলোনার প্রাক্তন ও বর্তমান তারকারা উপস্থিত থাকবেন। যাঁদের মধ্যে রয়েছেন জেরার পিকে, আন্দ্রে ইনিয়েস্তা, জাভি, সেস ফ্যাব্রেগাস। তবে পিকের বান্ধবী শাকিরাকে আমন্ত্রণ জানানো হলেও আন্তোনেলার সঙ্গে ঝামেলার জেরে কলম্বিয়ান গায়িকা হয়তো আসবেন না। যদিও সেই সব বিতর্ক উড়িয়ে শাকিরা বলেছেন, ‘‘যেতে পারলে অবশ্য যাব। জেরার আর মেসি ছোটবেলার বন্ধু।’’ মেসির প্রাক্তন ম্যানেজারদের মধ্যে প্রায় সবাই উপস্থিত থাকলেও ব্যক্তিগত ঝামেলার জেরে আমন্ত্রণ জানানো হয়নি লুইস এনরিকে-কে।

বিশ্বের সমস্ত সেরা ফুটবল তারকাদের উপস্থিতির আগে উদ্বিগ্ন নিরাপত্তারক্ষীরা। যাঁরা সতর্ক রোজারিও-র অনুষ্ঠানের আগে। রোজারিও সিটি হলের এক কর্তা বলছেন, ‘‘মেসি রোজারিও-তে স্বাধীনভাবে ঘুরে বেড়ান। কিন্তু ওঁর বিয়েতে বিশ্বের সেরা ফুটবলাররা আসবেন রোজারিও-তে। আমাদের কিন্তু তখন সতর্ক থাকতে হবে।’’

Advertisement

বিয়েতে মেসি নিজে কোনও উপহার নেবেন না। কিন্তু অতিথিরা যেন লিও মেসি ফাউন্ডেশনকে সাহায্য করে। এল এম টেনের বিয়েতে আবার গান গাইবেন সের্জিও আগুয়েরোর স্ত্রী কারিনা। পাশাপাশি ২০জন হেয়ারড্রেসারও থাকছেন আমন্ত্রিত অতিথিদের জন্য।

গত মরসুমে মেসি ৫০-এর ওপর গোল করলেও শুধু মাত্র কোপা দেল রে চ্যাম্পিয়ন হয় বার্সা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে লা লিগা, রিয়াল মাদ্রিদের একাধিপত্যে ব্যালন ডি’ওর জেতায় ফেভারিট ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু বার্সার প্রাক্তন ম্যানেজার পেপ গুয়ার্দিওলা বলছেন, বার্সা আবার ঘুরে দাঁড়াবে। ‘‘বার্সেলোনা এখনও ফুরিয়ে যায়নি। ভালভার্দের অধীনে আবার চ্যালেঞ্জ জানাতে তৈরি বার্সা। কোপা দেল রে জেতা ছাড়াও তো শেষ দিন পর্যন্ত লা লিগায় রিয়াল মাদ্রিদকে তাড়া করেছে বার্সা,’’ বলছেন গুয়ার্দিওলা। সঙ্গে তিনি যোগ করেন, ‘‘মেসি সেরা প্রতিভাদের মধ্যে একজন। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই কী করে দিনের পর দিন মেসি এত চাপ নেয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement