সপ্তাহান্তে আপনার পকেটে ৩ লক্ষ পাউন্ড যদি ঢোকে, তাহলে পৃথিবীর কুলেস্ট ‘খেলনা’গুলো ঝপাঝপ কিনে ফেলা আপনার পক্ষে কী এমন ব্যাপার! সমস্যা হয়নি লিওলেন মেসিরও। কিনে ফেলেছেন চার চাকার এক মহার্ঘ খেলনা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে বার্সেলোনার এই মহাতারকা ফুটবলার আপাতত পৃথিবীর সব থেকে দামি গাড়ির মালিক।
মাঠের লড়াইটা এ বার দামি গাড়ির মালিক হওয়ার চৌহদ্দিতেও ঢুকে পড়ল। ৩২ মিলিয়ান ইউরো খসিয়ে নিলামে বিশ্বের দামিতম গাড়ি ১৯৬৭ ফেরারি ৩৩৫ এস স্পাইডার স্ক্যাগলিয়েত্তি কিনে ফেললেন মেসি। কিউবার গ্র্যান্ড পিক্সে ঐতিহাসিক এই গাড়িটা চালিয়ে ছিলেন ব্রিটিশ ড্রাইভার স্টিরলিং মস।
এই নিলামে মেসির মত অংশ নিয়ে ছিলেন রোনাল্ডোর এজেন্টরাও। কিন্তু, ৩০ মিলিয়ন ইউরো অবধি টক্কর দেওয়ার পর, রণে ভঙ্গ দেন তারা।
আরও পড়ুন- এবার ক্রিকেট মাঠেও ঢুকে পড়ছে লাল কার্ড, হলুদ কার্ড!