বিদ্রুপের জবাবে মেসির প্রতিবাদ

গ্যালারির টিটকিরি ও সংবাদমাধ্যমের বিদ্রুপের জবাব দিলেন লিওনেল মেসি। নিজের নীরব প্রতিবাদে। গোল করলেন। কিন্তু উৎসব করলেন না লিওনেল মেসি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩১
Share:

পিরামিডের দেশে মেসি। মিশরে তিনি হেপাটাইটিস ‘সি’র বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর প্রচার করবেন। -টুইটার

গ্যালারির টিটকিরি ও সংবাদমাধ্যমের বিদ্রুপের জবাব দিলেন লিওনেল মেসি। নিজের নীরব প্রতিবাদে।

Advertisement

গোল করলেন। কিন্তু উৎসব করলেন না লিওনেল মেসি।

রবিবার রাতে লা লিগায় মুখোমুখি হয় বার্সেলোনা ও লেগানেস। যে ম্যাচে মেসির জোড়া গোলে জয় পায় বার্সা। কিন্তু গোলের পরে কোনও রকম উচ্ছ্বাস দেখাননি এল এম টেন। বরং যেন কিছুটা বিমর্ষ দেখাচ্ছিল রাজপুত্রকে। মেসির শরীরীভাষা দেখে প্রশ্ন উঠে যায়, তা হলে কি বার্সায় আর খুশি নন এল এম টেন? মেসির এমন আচরণের পিছনে অবশ্য একটাই কারণ খুঁজে পাচ্ছেন আর্জেন্তিনা কোচ এডগার্ডো বাউজা। বাউজা বলছেন, তাঁর বিরুদ্ধে যাবতীয় কটাক্ষের প্রতিবাদ করতেই কোনও উচ্ছ্বাস দেখাননি মেসি। ‘‘মেসিকে দেখে মনে হল ও খুব রেগে আছে। প্যারিস সঁ জরমঁ ম্যাচের পরে অনেক কথা শুনতে হয়েছে। মিডিয়া ওকে নিয়ে বিদ্রুপ করেছে। সেটারই জবাব দিতে এ রকম করল,’’ বলছেন বাউজা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement