বর্ষসেরার তালিকায় নাম নেই মেসির

সোমবার উয়েফার তরফে বর্ষসেরা পুরস্কারের জন্য যে দশ জন ফুটবলারের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লুকা মদ্রিচ, মহম্মদ সালাহ, কেভিন দে ব্রইন, আঁতোয়া গ্রিজ়ম্যান, কিলিয়ান এমবাপে, এডেন অ্যাজ়ারের নাম রয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৮ ০৪:৫৩
Share:

লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স।

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তিনি। অথচ উয়েফার বর্ষসেরা ফুটবলারের তালিকায় তাঁর নাম নেই। তিনি, লিয়োনেল মেসি!

Advertisement

সোমবার উয়েফার তরফে বর্ষসেরা পুরস্কারের জন্য যে দশ জন ফুটবলারের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লুকা মদ্রিচ, মহম্মদ সালাহ, কেভিন দে ব্রইন, আঁতোয়া গ্রিজ়ম্যান, কিলিয়ান এমবাপে, এডেন অ্যাজ়ারের নাম রয়েছে। আশ্চর্যজনক ভাবে রয়েছে সের্জিয়ো র‌্যামোসের নামও। নেই শুধু মেসির নাম।

উয়েফা বর্ষসেরা ফুটবলারদের নামের প্রাথমিক তালিকা প্রকাশ করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ার ক্ষোভ উগরে দিয়েছে মেসি ভক্তেরা। কেউ লিখেছেন, ‘‘ফুটবল মানে শুধু জয় বা গোল নয়। ফুটবলপ্রেমীরা মাঠে যান মেসির মতো শিল্পীর খেলা দেখতে। এই মুহূর্তে মেসির ধারেকাছে আসার মতো কেউ নেই।’’ আর এক ভক্তের টুইট, ‘‘উয়েফার বর্ষসেরা ফুটবলারের তালিকায় নাম না থাকলেও মেসিই শ্রেষ্ঠ।’’ তবে উচ্ছ্বসিত মহম্মদ সালাহের ভক্তেরা। ফুটবলারদের সংস্থার বিচারে বর্ষসেরা পুরস্কারও পেয়েছেন। বর্ষসেরা পুরস্কারের জন্য দশ জন ফুটবলারকে বেছে নেওয়া হয়েছে ৮০ জন কোচ ও ৫৫ জন সাংবাদিকের ভোটের ভিত্তিতে। তালিকা থেকে সেরা তিন জনকে বেছে নেবেন জুরিরা। ৩০ অগস্ট মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্রয়ের আগে পুরস্কৃত করা হবে বর্ষসেরা ফুটবলারকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement