la liga

লিয়োনেল মেসির জোড়া গোলে গেটাফের বিরুদ্ধে বড় জয় বার্সেলোনার

লা লিগা খেতাবের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখল তারা। ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২১ ১৪:৫৫
Share:

গোলের পর উচ্ছ্বাস মেসির। ছবি পিটিআই

আগের ম্যাচে গেটাফের বিরুদ্ধে আটকে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার সেই দলকেই ৫-২ ব্যবধানে উড়িয়ে দিল বার্সেলোনা। সেই সঙ্গে লা লিগা খেতাবের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখল তারা। ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সা।

Advertisement

খেলা শুরুর ৮ মিনিটের মাথায় বার্সিলোনাকে এগিয়ে দেন লিয়োনেল মেসি। তবে ৪ মিনিট পরেই ক্লেমেন্ট লংলেটের আত্মঘাতী গোলে সমতা ফেরায় গেটাফে। কিছুক্ষণ পরেই সোফিয়ান চাকলার আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা। ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। বিরতিতে ৩-১ এগিয়েছিল বার্সিলোনা।

দ্বিতীয়ার্ধে অনেকটাই শ্লথ হয়ে গিয়েছিল বার্সিলোনার খেলা। সেই সুযোগে পেনাল্টি থেকে এক গোল শোধ করেন এনেস উনাল। একসময় তাদের খেলা দেখে মনে হচ্ছিল সমতা ফিরিয়ে দেবে। কিন্তু ৮৭ মিনিটে গোল করে বার্সিলোনার জয় নিশ্চিত করেন রোনাল্ড আরাউখো। অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় বার্সিলোনা। তবে হ্যাটট্রিকের সুযোগ থাকলেও মেসি তা কাজে লাগাননি। বল এগিয়ে দেন আঁতোয়া গ্রিজম্যানের দিকে। দলের হয়ে পঞ্চম গোল করেন গ্রিজম্যান।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন