লা লিগায় আজ শুরু মেসিদের অভিযান

বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে এ বার এক ঝাঁক তারকাকে নিয়ে কী ভাবে তাঁর ঘুঁটি সাজান সেটাই  দেখার। রক্ষণে সেই অর্থে নতুন কেউ নেই। গোলে টের স্টেগান। রাইট ব্যাক নেলসন সেমেডোই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৮ ০৪:৩৭
Share:

আর্জেন্টাইন মহাতারকা তাঁর লা লিগা অভিযান শুরু করছেন শনিবার ভারতীয় সময় মধ্যরাতে। ছবি: রয়টার্স।

বছর দুয়েক আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এক বার প্রশ্ন করা হয়েছিল লিয়োনেল মেসির সঙ্গে তাঁর দ্বৈরথ নিয়ে। তাতে পর্তুগিজ মহাতারকা জবাব দিয়েছিলেন, ‘‘আমি মেসিকে এক জন মানুষ হিসেবে দেখি। এমন মানুষ যাঁর জন্য আমার খেলা আরও ভাল হয়েছে। আমার জন্য ভাল হয়েছে ওর নিজের খেলাও।’’

Advertisement

এত দিন মেসি-রোনাল্ডো দ্বৈরথ বেশি করে গুরুত্ব পেত কারণ দু’জনই খেলতেন স্পেনে এবং এমন দুই ক্লাবে ইতিহাসে যারা যুযুধান হিসেবে চিহ্নিত। কিন্তু রোনাল্ডো এখন সেরি আ-র এক যোদ্ধা। মেসি সেই স্পেনেই রয়ে গিয়েছেন। সেই দ্বৈরথও তাই আর থাকবে না বলে দিচ্ছেন ফুটবল বিশ্লেষকেরা। এমন একটা অবস্থায় আর্জেন্টাইন মহাতারকা তাঁর লা লিগা অভিযান শুরু করছেন শনিবার ভারতীয় সময় মধ্যরাতে। বার্সেলোনার প্রথম প্রতিপক্ষ আলাভেস। খেলা ক্যাম্প ন্যুতে। গত বারের চ্যাম্পিয়ন মেসিরা। স্বভাবতই তাঁরাই ফেভারিট এই ম্যাচে।

বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে এ বার এক ঝাঁক তারকাকে নিয়ে কী ভাবে তাঁর ঘুঁটি সাজান সেটাই দেখার। রক্ষণে সেই অর্থে নতুন কেউ নেই। গোলে টের স্টেগান। রাইট ব্যাক নেলসন সেমেডোই। মাঝখানে সেই জেরার পিকে। সঙ্গে স্যামুয়েল উমতিতি অথবা ক্লিমে লোংলে। উমতিতিকে নিয়ে সংশয় আছে কারণ বিশ্বকাপ শেষ হওয়ার অনেক পরে তিনি অনুশীলনে যোগ দিয়েছেন। বাঁ দিকে থাকছেন জর্দি আলবা। অবশ্য তাঁকে চ্যালেঞ্জ জানানোর জন্য দারুণ ভাবে তৈরি হচ্ছেন খুয়ান মিরান্ডা, যাঁর বয়স মাত্র আঠেরো।

Advertisement

মাঝমাঠে কোচ কাদের খেলান, সেটাও দেখার। ফিলিপে কুটিনহো, ইভান রাকিতিচ, সের্খিয়ো বুস্কেৎস থাকছেনই। এঁদের যে কোনও এক জনের বদলে নবাগত আর্তুরো ভিদালকে দেখা যাবে? আক্রমণে মেসি, লুইস সুয়ারেসের সঙ্গে উসমান দেম্বেলে নিশ্চিত। যা আরও নিশ্চিত হয়ছে সেভিয়ার বিরুদ্ধে দেমবেলের দুরন্ত গোলের জন্য।

এ বারের দল নিয়ে দারুণ খুশি অধিনায়ক মেসি। তাঁর দাবি, এই দল নিয়ে স্বপ্ন দেখা যেতেই পারে।

আজ লা লিগায়
বার্সেলোনা বনাম আলাভেস (রাত ১-৪৫)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন