৫৩ বল খেলার পর প্রথম রান, পূজারার কাছাকাছি আর কারা

চলতি শতকে তাঁর থেকে বেশি বল খেলে খাতা খোলেননি কেউই। এক নজরে দেখে নেওয়া যাক এই শতকের হিসাবে কাদের টপকালেন পূজারা। তথ্যসূত্র ইএসপিএন ক্রিকইনফো।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৮ ১৪:৪১
Share:
০১ ০৭

১৭৯ বল খেলে ৫০। প্রথম রান করতে ৫৩ বল। তৃতীয় টেস্টে জোহানেসবার্গের কঠিন পিচে পূজারার ব্যাটিং নিয়ে চলছে বিস্তর আলোচনা। পূজারার এই ব্যাটিং দক্ষিণ আফ্রিকায় ভারতের হোয়াইটওয়াশ আটকাতে পারবে কি না তার উত্তর পেতে কিছুটা সময় লাগবে। তবে ৫৩ বল পর প্রথম রান করে ইতিমধ্যেই একটি রেকর্ড করে ফেলেছেন পূজারা। চলতি শতকে তাঁর থেকে বেশি বল খেলে খাতা খোলেননি কেউই। এক নজরে দেখে নেওয়া যাক এই শতকের হিসাবে কাদের টপকালেন পূজারা। তথ্যসূত্র ইএসপিএন ক্রিকইনফো। ছবি রয়টার্স, গেটি ইমেজেস।

০২ ০৭

এক নম্বরে চলতি টেস্টে চেতেশ্বর পূজারার ইনিংস। ৫৩ বল পরে প্রথম রান করেন তিনি।

Advertisement
০৩ ০৭

দু’নম্বরে ওই ব্লকাথন টেস্টেরই ফ্যাফ দু’প্লেসি। ৫২ বল পর প্রথম রান করেন তিনি।

০৪ ০৭

তিন নম্বরে ২০১৫ সালে দিল্লির সেই বিখ্যাত ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ব্লকাথন টেস্ট। ৪৫ বল পর প্রথম রান করেন হাশিম আমলা।

০৫ ০৭

এর পাঁচ বছর পর একই পরিমাণ বল খেলে প্রথম রান করেন রাহুল দ্রাবিড়। এমসিজিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ইনিংসে ৬৩ বলে ৫ রান দ্রাবিড়।

০৬ ০৭

২০০২ সালে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪০ বল পরে প্রথম রান করেন জিম্বাবোয়ের ট্রেভর গ্রিপার। তালিকায় তিনি পাঁচে।

০৭ ০৭

তবে এই শতকের আগে এর চেয়েও বেশি বল খেলে প্রথম রান করার রেকর্ড রয়েছে। ১৯৬৩ সালে ইংল্যান্ডের জন মারে প্রথম রান করতে নেন ৭৯ বল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement