East Bengal

নতুন চ্যাম্পিয়ন চেন্নাই, জিতেও পারল না ইস্টবেঙ্গল

২০০৪ সালে শেষবার জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। ১৫ বছর পরেও আই লিগ খেতাব অধরা লাল-হলুদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৯ ১৭:২৩
Share:

আই লিগ গেল স্যান্ড্রোর হাতেই। পারলেন না ডিকারা।

ইস্টবেঙ্গল ২ গোকুলম ১

Advertisement

চেন্নাই সিটি ৩ মিনার্ভা ১

জিতেও স্বপ্ন পূরণ হল না ইস্টবেঙ্গলের। দেশ পেল নতুন চ্যাম্পিয়ন। গত বার দেশের উত্তর প্রান্ত পেয়েছিল চ্যাম্পিয়ন। এ বার দক্ষিণ প্রান্ত। কলকাতার হাত এ বারও খালি। কেরলের দু’ শহরের দিকে তাকিয়েছিলেন ফুটবলপ্রেমীরা। কোঝিকোড়ে পিছিয়ে থেকে ইস্টবেঙ্গল হারাল গোকুলমকে। কোয়ম্বত্তূরে চেন্নাই সিটি এফসিও শুরুতে পিছিয়ে পড়েছিল। তার পরে দুর্দান্ত ভাবে ফিরে এসে ভারত জিতে নিল চেন্নাই সিটি।

Advertisement

২০০৪ সালে শেষবার জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। ১৫ বছর পরেও লাল-হলুদে এল না আই লিগ। ৬৯ মিনিট পর্যন্ত ইস্টবেঙ্গল-গোকুলম ম্যাচ ছিল গোলশূন্য। প্রথমে গোল করে এগিয়ে যায় গোকুলম। মার্কাস জোসেফের গোলে এগিয়ে গিয়েছিল কেরলের ক্লাব। ১০ মিনিট বাদে পেনাল্টি থেকে সমতা ফেরান হাইমে কোলাডো।

৮৫ মিনিটে ছোট রালতের গোলে এগিয়ে যায় লাল-হলুদ শিবির। কিন্তু কোয়েম্বোত্তূরে তখন ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে চেন্নাই সিটি। খেলার ৩ মিনিটেই এগিয়ে যায় মিনার্ভা পঞ্জাব। ৫৬ মিনিটে পেদ্রো মানজি চেন্নাইয়ের হয়ে সমতা ফেরান পেনাল্টি থেকে। তার পরে ফের চমক চেন্নাই সিটির। ৬৯ মিনিটে গৌরব বোরার গোলে ব্যবধান বাড়ায় চেন্নাই। খেলার একেবারে শেষ লগ্নে তাঁর গোলে ধরাছোঁয়ার বাইরে চলে যায় চেন্নাই। ইস্টবেঙ্গল তত ক্ষণে বুঝতে পেরে গিয়েছে এ বারও আই লিগ অধরাই। কারণ শুধু জিতলেই হত না ইস্টবেঙ্গলের। চেন্নাই সিটিকেও পয়েন্ট হারাতে হত। সেটা না হওয়ায় নতুন চ্যাম্পিয়ন পেল ভারত।

(মোহনবাগান, ইস্টবেঙ্গল থেকে এটিকে। কলকাতা ডার্বি, আইলিগ থেকে আইএসএল, কলকাতা ময়দানের সমস্ত খবর জানতে পড়ুন আমাদের খেলা বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement