সুপার কাপ লিভারপুলের

ম্যাচের পরে ক্লপ বলেন, ‘‘স্টেডিয়ামের কেউই বোধহয় চায়নি ম্যাচ অতিরিক্ত সময়ে যাক। আদ্রিয়ান যে ভাবে চেলসির শেষ শটটা বাঁচাল, তা অনবদ্য।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৯ ০২:৪৮
Share:

উচ্ছাস: সুপার কাপ জিতে মহম্মদ সালাহরা।—ছবি এএফপি।

একদিন আগেই লিভারপুলের ম্যানেজার য়ুর্গেন ক্লপ বলেছিলেন, এই মরসুমে তাঁর লক্ষ্য সব ট্রফি জেতা। বুধবার ইস্তানবুলে সুপার কাপ ফাইনালে তাঁর দলের প্রথম ট্রফি এসেও গেল। চেলসিকে টাইব্রেকারে হারিয়ে দিলেন মহম্মদ সালাহরা। নির্ধারিত সময় ফল ২-২ হওয়ায় ম্যাচের মীমাংসা হল পেনাল্টিতে। লিভারপুল জিতল ৫-৪। আহত অ্যালিসন বেকারের পরিবর্ত স্পেনীয় গোলরক্ষক আদ্রিয়ান ম্যাচের নায়ক। চেলসির টমি আব্রাহামের পঞ্চম শটটি তিনি অসাধারণ দক্ষতায় বাঁচিয়ে কার্যত একা চ্যাম্পিয়ন করেন লিভারপুলকে। ফুটবল ইতিহাসে এই নিয়ে চার বার ক্লাব সুপার কাপ জিতল লিভারপুল।

Advertisement

ম্যাচের পরে ক্লপ বলেন, ‘‘স্টেডিয়ামের কেউই বোধহয় চায়নি ম্যাচ অতিরিক্ত সময়ে যাক। আদ্রিয়ান যে ভাবে চেলসির শেষ শটটা বাঁচাল, তা অনবদ্য।’’ এই মরসুমেই চেলসির ম্যানেজার হয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তিনি বলছেন, ‘‘দারুণ লড়ে হারলেও এই ম্যাচ ফুটবলারদের আত্মবিশ্বাসী করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন