Sports News

এক রানের জন্য ডবল সেঞ্চুরি মিস লোকেশের, ভারত ৩৯১/৪

দলের জন্য দারুণ একটা ইনিংস। ড্রেসিংরুমের ব্যালকনিতে ততক্ষণে উঠে দাঁড়িয়ে পুরো ভারতীয় দল। আর একটা বলের অপেক্ষা। চাই একটা রান। অনিল কুম্বলের ক্যামেরাও তৈরি সেই মুহূর্তটিকে ফ্রেমবন্দি করার জন্য। কিন্তু না। জোড় ধাক্কা খেল সব প্রস্তুতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৬ ১৭:২৪
Share:

ডবল সে়ঞ্চুরি মিস করে হতাশ লোকেশ রাহুল। ছবি: রয়টার্স।

ইংল্যান্ড ৪৭৭

Advertisement

ভারত ৩৯১/৪

প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে ৮৬ রানে পিছিয়ে ভারত। হাতে রয়েছে ৬ উইকেট।

Advertisement

দলের জন্য দারুণ একটা ইনিংস। ড্রেসিংরুমের ব্যালকনিতে ততক্ষণে উঠে দাঁড়িয়ে পুরো ভারতীয় দল। আর একটা বলের অপেক্ষা। চাই একটা রান। অনিল কুম্বলের ক্যামেরাও তৈরি সেই মুহূর্তটিকে ফ্রেমবন্দি করার জন্য। কিন্তু না। জোড় ধাক্কা খেল সব প্রস্তুতি। ধাক্কা খেল নামের পাশে ডবল সেঞ্চুরি লিখে নেওয়ার মানসিক প্রস্তুতিও। রশিদের আগের বলেই বাউন্ডারি হাঁকিয়ে ১৯৯-এ পৌঁছেছিলেন লোকেশ রাহুল। কিন্তু পরের বলে ক্যাচ তুলে দিলেন বাটলারকে। এক ধাক্কায় থমকে গেল গ্যালারি। থমকে গেল ভারতীয় দলের উৎসবও। কিন্তু যেটা থেকে গেল সেটা হল একটা গুরুত্বপূর্ণ ইনিংস।

ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে গেলেন লোকেশ রাহুল ও করুণ নায়ার। ছবি: রয়টার্স।

আরও খবর:- ইংরেজ দাপটের পর ভারতের ‘চোট’ বিজয়

এক রানের জন্য ডবল সেঞ্চুরি মিস করে পিচের উপরই বসে পড়লেন লোকেশ রাহুল। ছবি: রয়টার্স।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান ৪৭৭। মইন আলির ব্যাট থেকে এসেছে ১৪৬ রানের ইনিংস। জো রুটের ৮৮, ডওসনের অপরাজিত ৬৬ ও রশিদের ৬০ রানের ইনিংসের সৌজন্যেই ভারতের সামনে এই লক্ষ্যমাত্র রাখতে সক্ষম হয়েছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে বল হাতে সফল প্রায় সব ভারতীয় বোলারই। রবীন্দ্র জাডেজার তিন উইকেট ছাড়াও দুটো করে উইকেট নিয়েছিলেন উমেশ যাদব ও ইশান্ত শর্মা। একটি করে উইকেট অশ্বিন ও অমিত মিশ্রার। এক ওভার বল করেন করুণ নায়ার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন