Sports News

বার্সার সঙ্গে সম্পর্ক শেষের কথা জানিয়ে দিলেন এনরিকে

রিয়েল মাদ্রিদের ড্র, বার্সেলোনার জিতে শীর্ষে পৌঁছে যাওয়া কিছুই বাঁচাতে পারল না এনরিকে-বার্সা সম্পর্ককে। বার্সেলোনাকে লা লিগার লিগ তালিকার এক নম্বরে তুলে নিজের বিদায়ের কথা ঘোষণা করে দিলেন লুই এনরিকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৭ ১৯:২৬
Share:

বার্সেলোনা কোচ লুই এনরিকে।

রিয়েল মাদ্রিদের ড্র, বার্সেলোনার জিতে শীর্ষে পৌঁছে যাওয়া কিছুই বাঁচাতে পারল না এনরিকে-বার্সা সম্পর্ককে। বার্সেলোনাকে লা লিগার লিগ তালিকার এক নম্বরে তুলে নিজের বিদায়ের কথা ঘোষণা করে দিলেন লুই এনরিকে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘‘আমি সবাইকে জানাতে চাই আগামী মরসুম থেকে আমি আর বার্সেলোনার সঙ্গে থাকছি না। সত্যিই কঠিন সিদ্ধান্ত কিন্তু নিতেই হল। আমি একটু বিশ্রাম চাই। আর এটাই আমার কোচিং ছাড়ার মূল কারণ।’’

Advertisement

আরও খবর: এমএসএন-এর গোলে বড় জয়, শীর্ষে চলে গেল বার্সেলোনা

সম্প্রতি বার্সেলোনার খারাপ পারফর্মেন্সের জন্য বার বার সমালোচনার মুখে পড়তে হয়েছে এনরিকেকে। সমর্থক থেকে সংবাদ মাধ্যম কেউই তাঁকে একহাত নিতে ছাড়েনি। এক সময় সম্পর্ক চূড়ান্ত খারাপ হয়ে গিয়েছিল দলের তারকা ফুটবলার লিওনেল মেসির সঙ্গেও। তখন থেকেই পরিকল্পনাটা চলছিল। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিয়েই ফেললেন।

Advertisement

এটাই বার্সেলোনার সঙ্গে শেষ বছর। যদিও তাঁর হাত ধরে সাফল্যও কম আসেনি বার্সার। এত সমালোচনার মধ্যেও ক্যাম্প ন্যুতে তাঁর সময়ে দলের ট্রফির তালিকায় পাঁচটি ট্রফি যোগ করেছেন তিনি। কিন্তু একটা ব্যর্থতা এ ভাবেই মুছে দেয় সব ফেলে আসা সাফল্যকে। কিন্তু গুয়ার্দেওয়ালা ও জোয়ান ক্রুয়েফের পর তিনিই সব থেকে সফল কোচ বার্সেলোনার ইতিহাসে। এখনও লা লিগা ও কোপা দেল রে-ও রয়েছে তালিকায়। এই মরসুম শেষে যদি জয় আসে সেখানে এনরিকের সাফল্যের তালিকায় যোগ হবে আরও ট্রফি। কিন্তু এটাও সত্যি এর পর যাঁর হাতে উঠবে বার্সেলোনার দায়িত্ব তাঁর জন্য লড়াইটা খুব একটা সহজ হবে না।

ছবি: এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন