রিয়াল মাদ্রিদ অনুশীলনে ফিগো, ফিরলেন বেল

শুক্রবার মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের প্র্যাকটিসে হঠাৎ হাজির হন ফিগো। জিদানের সঙ্গে ছবি টুইট করে পর্তুগিজ কিংবদন্তি লিখেছেন, ‘আমার সবচেয়ে ভাল বন্ধুর সঙ্গে দেখা করলাম’। তিনি বলেছেন, ‘‘৩৩তম লা লিগা খেতাব জয়ের পরেও জিদানের শান্তভাব আমাকে মুগ্ধ করেছে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মে ২০১৭ ০৪:২৬
Share:

যুগলবন্দি: রিয়ালের প্র্যাকটিসে বন্ধু জিদানের সঙ্গে ফিগো। ছবি: টুইটার

২০০২ সালে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ক্ষেত্রে মুখ্য ভূমিকা ছিল তাঁদের। কিন্তু অবসরের পরেই বদলে গিয়েছে দুই কিংবদন্তির জীবন। একজনের সামনে রিয়াল ম্যানেজার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ডাবলের হাতছানি। তিনি, জিনেদিন জিদান। অন্য জন লুইস ফিগো ব্যস্ত ব্যবসায়।

Advertisement

৩ জুন কার্ডিফে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও য়ুভেন্তাস। সেই দ্বৈরথের সপ্তাহখানেক আগে ফের আকর্ষণের কেন্দ্রে জিদান-ফিগো যুগলবন্দি!

শুক্রবার মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের প্র্যাকটিসে হঠাৎ হাজির হন ফিগো। জিদানের সঙ্গে ছবি টুইট করে পর্তুগিজ কিংবদন্তি লিখেছেন, ‘আমার সবচেয়ে ভাল বন্ধুর সঙ্গে দেখা করলাম’। তিনি বলেছেন, ‘‘৩৩তম লা লিগা খেতাব জয়ের পরেও জিদানের শান্তভাব আমাকে মুগ্ধ করেছে। ওর এই সাফল্যে আমি দারুণ খুশি।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘রিয়াল এই মরসুমে যে ভাবে খেলেছে, তাতে সন্তুষ্ট জিদান। এখন ও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতিতে মগ্ন।’

Advertisement

জিদানের সঙ্গে দেখা হল, অথচ পনেরো বছর আগে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের প্রসঙ্গ উঠবে না তা কি হয়? ফিগো বলছেন, ‘‘চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরে আমার স্বপ্ন সত্যি হয়েছিল।’’

এ বার কি হবে? রিয়াল কি পারবে য়ুভেন্তাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে? ফিগো বলছেন, ‘‘চ্যাম্পিয়ন হওয়ার জন্য মরিয়া রিয়ালের ফুটবলাররা। ওরা সব সময়ই বড় মঞ্চে নিজেদের প্রমাণ করতে চায়। ফুটবলারদের দেখে মনে হল, পারলে এখনই যেন ফাইনাল খেলতে নেমে পড়ে।’’

ফিগো যখন জিদানের সঙ্গে দেখা করতে মাদ্রিদে, তখন তাঁদের আর এক প্রাক্তন সতীর্থ ব্রাজিলের রোনাল্ডো ব্যস্ত হং কং-এ রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশনের প্রচারে।

এ দিকে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে রিয়াল শিবিরে স্বস্তি ফেরালেন গ্যারেথ বেল। চোট সারিয়ে প্র্যাকটিসে যোগ দিলেন তিনি। আগামী মরসুমে রিয়াল ছেড়ে বেল-এর চেলসি যাওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, ওয়েলস মিডফিল্ডারকে ছেড়ে দিয়ে এডেন অ্যাজার-কে সই করাতে চান রিয়াল কর্তারা। তবে এই মুহূর্তে জন্মভূমি কার্ডিফে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ছাড়া অন্য কিছুই ভাবতে চান না বেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement