IFA Shield

লুকম্যানের হ্যাটট্রিক, শিল্ড থেকে ছিটকে গেল মহমেডান স্পোর্টিং

বুধবার আইএফএ শিল্ডের সেমিফাইনালে হ্যাটট্রিক করলেন কাশ্মীরের ৭ নম্বর জার্সিধারী লুকম্যান। তিনি জ্বলে ওঠায় মহমেডান স্পোর্টিংয়ের দৌড় থেমে গেল শিল্ডের সেমিফাইনালে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ১৯:১২
Share:

হ্যাটট্রিকের পর লুকম্যান। ছবি-ফেসবুক।

গোল করার পরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ঠিক যেভাবে উদযাপন করেন, সেই একই ভঙ্গিতে রিয়াল কাশ্মীরের বিদেশি ফুটবলার লুকম্যানকে দেখা গেল যুবভারতীতে।

Advertisement

বুধবার আইএফএ শিল্ডের সেমিফাইনালে হ্যাটট্রিক করলেন কাশ্মীরের ৭ নম্বর জার্সিধারী লুকম্যান। তিনি জ্বলে ওঠায় মহমেডান স্পোর্টিংয়ের দৌড় থেমে গেল শিল্ডের সেমিফাইনালে। রিয়াল কাশ্মীর ৪-০ গোলে বিধ্বস্ত করল সাদা-কালো ব্রিগেডকে।

রিয়ালের ৪টি গোলের মধ্যে তিনটিই লুকম্যানের। একটি গোল করেন কোচ ডেভিড রবার্টসনের ছেলে ম্যাসন রবার্টসন। প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ছবি বদলে যায়। লুকম্যান একাই শেষ করে দেন মহমেডান ডিফেন্সকে। খেলার ৫৯ মিনিটে বাঁ দিক থেকে আভাস থাপার ভাসানো বলে হেড করে মহমেডানের জাল কাঁপান লুকম্যান। তার পরেই রোনাল্ডোর মতো শূন্যে শরীর ছুড়ে দিয়ে তা উদযাপন করেন।

Advertisement

আরও পড়ুন: প্রাক্তনদের নিশানায় ফাওলার, ভুল বিদেশি নির্বাচন করে দলকে ডোবাচ্ছেন কোচ

এর ঠিক ৮ মিনিট পরেই তাঁর দ্বিতীয় গোল। পিছন থেকে বাড়ানো লম্বা বল ধরে দ্বিতীয় গোলটি করেন তিনি। গতিতে তিনি পিছনে ফেলে দেন সাদা-কালো ডিফেন্ডারদের। আগুয়ান গোলকিপার প্রিয়ন্ত সিংহকে গতিতে পরাস্ত করে ফাঁকা গোলে বল ঠেলেন রিয়াল কাশ্মীরের এই তারকা। ৮৮ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া শটে গোল করেন লুকম্যান। রিয়াল কাশ্মীর চতুর্থ গোলটি করে সংযুক্তি সময়ে। সেনা রালতের কর্নার থেকে হেডে ম্যাসন রবার্টসন ৪-০ করেন।

অন্য সেমিফাইনালে জর্জ টেলিগ্রাফের কাছে ২-১ গোলে হারে ইউনাইটেড স্পোর্টস। ১৯ ডিসেম্বরের ফাইনালে জর্জ টেলিগ্রাফের সামনে রিয়াল কাশ্মীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন