প্রথম ম্যাচ নিয়ে সতর্ক গুরু হাসি

চেন্নাইয়ে শুরু এমএসডির মহড়া

শুক্রবার রাতে চেন্নাই পৌঁছন ধোনি। শনিবার সকাল থেকেই শুরু হয়ে যায় সিএসকে অধিনায়কের ব্যস্ততা। কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে দল নিয়ে আলোচনা। বিকেলে মাঠে নেমে একপ্রস্ত কথাবার্তা ব্যাটিং কোচ মাইকেল হাসির সঙ্গে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ০৪:৪৭
Share:

আগ্রাসী: শনিবার সিএসকে নেটে পরিচিত মেজাজে ধোনি । টুইটার

আইপিএল গ্রহে ঢুকে পড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। শুরু করে দিলেন জোরকদমে অনুশীলন।

Advertisement

শুক্রবার রাতে চেন্নাই পৌঁছন ধোনি। শনিবার সকাল থেকেই শুরু হয়ে যায় সিএসকে অধিনায়কের ব্যস্ততা। কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে দল নিয়ে আলোচনা। বিকেলে মাঠে নেমে একপ্রস্ত কথাবার্তা ব্যাটিং কোচ মাইকেল হাসির সঙ্গে। তার পরেই সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, কেদার যাদবদের নিয়ে শুরু করে দেন প্রস্তুতি। নেটে চেনা মেজাজে আগ্রাসী ব্যাটিংও করেন সিএসকে অধিনায়ক।

দলের দুই বিদেশি তারকা ফ্যাফ ডুপ্লেসি এবং ইমরান তাহির এখনও দলের সঙ্গে যোগ দেননি। ব্যাটিং কোচ হাসি বলেছেন, ‘‘গত বারের চ্যাম্পিয়ন সিএসকে। ফলে এ বারও আমাদের উপর প্রত্যাশার চাপ অনেক বেশি থাকবে। তবে সেটা নিয়ে ভেবে লাভ নেই। ক্রিকেটারেরা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন। আমার মনে হচ্ছে, গত মরসুমের সাফল্য থেকে ক্রিকেটারেরা অনেক ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করেছে।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

প্রথম ম্যাচে প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হাসি বলেছেন, ‘‘ধোনির অভিজ্ঞতা ওই ম্যাচে দারুণ কাজে দেবে।’’ ইতিমধ্যে প্রথম ম্যাচের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। হাসি বলেছেন, ‘‘গত মরসুমে আমরা ঘরে বেশি ম্যাচ খেলতে পারিনি। আশা করছি এ বার চেন্নাইয়ে বেশি ম্যাচ খেলা যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন