ভিসা সমস্যায় আমনারা

মালয়েশিয়ায় কুয়ালা লামপুরের একটি ক্লাবের পরিকাঠামো ব্যবহার করা হবে আল আমনা, এনরিকে এসকুইদোদের জন্য। মোট একুশ দিনের জন্য শিবির হবে বিদেশে। পাঁচ বিদেশি-সহ ২৭ জন ফুটবলারকে নিয়ে যাওয়া হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮ ০৪:২২
Share:

ভিসা সমস্যায় পিছিয়ে যেতে পারে ইস্টবেঙ্গলের মালয়েশিয়া সফর। আগে ঠিক ছিল শনিবার দল যাবে, এখন যা পরিস্থিতি তাতে হয়তো দু’তিন দিন পিছিয়ে যেতে পারে সফর। মঙ্গলবার সম্ভবত রওনা দেবেন আলেসান্দ্রো মেনেন্দেসের দল।

Advertisement

মালয়েশিয়ায় কুয়ালা লামপুরের একটি ক্লাবের পরিকাঠামো ব্যবহার করা হবে আল আমনা, এনরিকে এসকুইদোদের জন্য। মোট একুশ দিনের জন্য শিবির হবে বিদেশে। পাঁচ বিদেশি-সহ ২৭ জন ফুটবলারকে নিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার স্প্যানিশ কোচ অনুশীলনের পরে বলে দিয়েছেন, ‘‘মালয়েশিয়ায় পাঁচটি অনুশীলন ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। দুটি প্রথম ও দুটি দ্বিতীয় ডিভিশনের দলের সঙ্গে। অন্যটিতে খেলবে স্থানীয় কোনও দল।’’ পরিকাঠামো থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে শতবর্ষ ছুঁতে যাওয়া ইস্টবেঙ্গল নানা চমকপ্রদ কাজ করেছে ময়দানে। আই লিগের প্রস্তুতির জন্য বিদেশে আবাসিক শিবির তাতে নতুন সংযোজন। এক শীর্ষ কর্তা বললেন, ‘‘আমাদের আসল লক্ষ্য তো আইএসএল খেলা। নভেম্বরে নতুন দলের জন্য দরপত্র ছাড়বে ওরা। সেখানে কলকাতার টিম হিসেবে খেলার জন্য দরপত্র জমা দেবে ইস্টবেঙ্গল। তাই আইএসএলের দলগুলো যে ভাবে প্রস্তুতি নেয়, সেভাবেই আমরা এগোচ্ছি। বিদেশে শিবির তারই অঙ্গ।’’

ইস্টবেঙ্গলের নতুন বিদেশি স্ট্রাইকার এনরিকে এ দিন যুবভারতী সংলগ্ন মাঠে বল নিয়ে ঘণ্টা দুয়েক অনুশীলন করেন। অনেক দিন ম্যাচের মধ্যে না থাকলেও ছোট মাঠে মেক্সিকো থেকে আসা এনরিকের খেলা অনেকেরই নজর কেড়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন