ইপিএল

উৎসবের সিটিতে উদ্বেগের প্রহর

‘ফার্গির’ জন্য আবেগ উপচে পড়ল ম্যান সিটি গুরু পেপ গুয়ার্দিওলারও। বললেন, ‘‘দ্রুত সুস্থ হয়ে উঠুন স্যর আলেক্স। ওঁর স্ত্রী ক্যাথির কথাও ভাবছি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মে ২০১৮ ১৬:২০
Share:

চ্যাম্পিয়ন: ইপিএল খেতাব জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। রবিবার ট্রফি পেয়ে গেল ম্যান সিটি। ছবি: এএফপি।

ম্যাঞ্চেস্টার সিটি ০ : হাডার্সফিল্ড ০

Advertisement

বাঁধভাঙা উচ্ছ্বাসেও স্যর আলেক্স ফার্গুসনের জন্য বিষণ্ণতা।

এতিহাদে রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের ট্রফি ধরে ফেলল ম্যাঞ্চেস্টার সিটি।

Advertisement

প্রত্যাশিত যা যা হওয়ার সবই ঘটল।

উৎসবে মাতলেন পেপ গুয়ার্দিওলার ফুটবলাররা। মাঠে নেমে পড়লেন অসংখ্য সিটি সমর্থক। কিন্তু সবাই চমকে গিয়ে লক্ষ্য করলেন, এমনই দু’একজনের হাতের প্ল্যাকার্ডে লেখা, ‘ফুটবল ভুলে আমরা কিন্তু ফার্গির আরোগ্যই কামনা করছি।’

‘ফার্গির’ জন্য আবেগ উপচে পড়ল ম্যান সিটি গুরু পেপ গুয়ার্দিওলারও। বললেন, ‘‘দ্রুত সুস্থ হয়ে উঠুন স্যর আলেক্স। ওঁর স্ত্রী ক্যাথির কথাও ভাবছি। আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড পরিবারের সবার কথা। কারণ বহু বহু বছর ধরে উনিই ওদের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। এটা ভেবে ভাল লাগছে যে এই সপ্তাহ তিনেক আগে এক নৈশভোজে আমাদের দেখা হয়েছিল। আশা করি ওঁর অস্ত্রোপচার ঠিকঠাকই হয়েছে। নিশ্চয়ই দ্রুত স্বাভাবিক জীবনেও ফিরতে পারবেন।’’

ট্রফি নিলেও ম্যাঞ্চেস্টার সিটির কাছে দিনটা দারুণ কিছু ভাল যায়নি। অবনমন বাঁচাচ্ছে এমন একটা ক্লাব হাডার্সফিল্ডের কাছে পয়েন্ট নষ্ট করল লিগ চ্যাম্পিয়ন দল। এমনিতে রবিবারের ম্যাচের পরে ম্যান সিটির পয়েন্ট দাঁড়াল ৯৪। ৩৬ ম্যাচে। তবে এখনও বেশ কিছু লক্ষ্য পূরণ করা বাকি থাকল। সবচেয়ে বেশি ম্যাচ জেতা। লিগে সবচেয়ে বেশি গোল করা। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়ার মতো আরও নতুন নজির গড়তে তাদের আরও অপেক্ষায় থাকতে হচ্ছে। অবশ্য সবচেয়ে ধারাবাহিক এবং লিগে দ্রুততম একশো গোলের রেকর্ড ইতিমধ্যেই করে ফেলেছে তারা। বাকি লক্ষ্য পূরণ করার জন্যেও তাদের হাতে দু’টো ম্যাচ থাকলই। যার একটা বুধবার ব্রাইটনের বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন