চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে চমক ইউনাইটেডের

২২ ফেব্রুয়ারি সেভিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের টিকিট কাটার জন্য ৮৯ পাউন্ড বাড়তি খরচ করতে হচ্ছে শুধুমাত্র ম্যান ইউনাইটেড সমর্থকদের। এ বার তার জবাব দিলেন ম্যান ইউনাইটেড কর্তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৮ ০৩:৫৫
Share:

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম সেভিয়া ম্যাচে বল গড়ানোর আগেই যুদ্ধ শুরু হয়ে গেল!

Advertisement

২২ ফেব্রুয়ারি সেভিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের টিকিট কাটার জন্য ৮৯ পাউন্ড বাড়তি খরচ করতে হচ্ছে শুধুমাত্র ম্যান ইউনাইটেড সমর্থকদের। এ বার তার জবাব দিলেন ম্যান ইউনাইটেড কর্তারা। ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় লেগের ম্যাচ দেখতে হলে বাড়তি পাউন্ড গুনতে হবে সেভিয়া সমর্থকদেরও। চমকের এখানেই শেষ নয়। বাড়তি যে পাউন্ড আদায় করা হবে কাছ থেকে, তার একটা অংশ নিজেদের সমর্থকদের (৩৫ পাউন্ড) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। বাকি অর্থ খরচ করা হবে ক্লাবের উন্নয়নে। ইতিমধ্যেই ই-মেল করে প্রথম পর্বের ম্যাচের টিকিট কেটে ফেলা সমর্থকদের তা জানিয়েও দেওয়া হয়েছে ক্লাবের তরফে। টিকিটের মূল্য নিয়ে দুই ক্লাবের দ্বৈরথ যখন তুঙ্গে, তখন দুবাইয়ে প্রস্তুতিতে মগ্ন জোসে মোরিনহো। প্রবল ঠান্ডার কারণেই দুবাই অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছেন ‘দ্য স্পেশ্যাল ওয়ান’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement