ম্যাঞ্চেস্টার ডার্বি জিতল ইউনাইটেড

ম্যাঞ্চেস্টারের রং লাল। রবিবার ম্যাঞ্চেস্টার ডার্বিতে শেষ হাসি হাসলেন লুইস ফান গল। এতিহাদ স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার সিটিকে ১-০ হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ০৩:০০
Share:

ম্যাঞ্চেস্টারের রং লাল। রবিবার ম্যাঞ্চেস্টার ডার্বিতে শেষ হাসি হাসলেন লুইস ফান গল। এতিহাদ স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার সিটিকে ১-০ হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচের একমাত্র গোল করেন মার্কাস র‌্যাশফোর্ড। সেই র‌্যাশফোর্ডে যিনি কিছু দিন আগেই আর্সেনাল ডিফেন্সকে নাস্তানাবুদ করেছিলেন। গানার্সদের বিরুদ্ধে জোড়া গোলও করেছিলেন। এ দিনও আর এক চিরপ্রতিদ্বন্দ্বীকে হারাতে মুখ্য ভূমিকা নিলেন ইউনাইটেডের নতুন ত্রাতা। এ দিন আবার র‌্যাশফোর্ডের করা গোল ছিল ফান গলের অধীনে ইউনাইটেডের করা ১০০তম।

Advertisement

ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ার পর থেকেই জল্পনা তুঙ্গে যে মরসুম শেষেই ফান গলকে সরিয়ে দেওয়া হবে কোচের পদ থেকে। পরিবর্তে আনা হবে জোসে মোরিনহোকে। প্রাক্তন রিয়াল মাদ্রিদ ও চেলসি কোচের ম্যান ইউয়ের কোচের হটসিটে বসার জল্পনায় অস্বস্তির কথা স্বীকার করেছেন খোদ ফান গলও। তবে এ দিন ম্যাঞ্চেস্টার ডার্বি জিতে নিজের উপর চাপ একটু হলেও হাল্কা করলেন ফান গল। সঙ্গে প্রথম চারে শেষ করার দৌড়েও থাকল রেড ডেভিলসরা। এ দিন অন্য ম্যাচে আবার বোর্নমাউথকে ৩-০ হারিয়ে দ্বিতীয় স্থানে থাকল টটেনহ্যাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement