জাদু প্রভাবের অভিযোগ, বিতর্কে পাক ম্যানেজার

পাকিস্তানের বিখ্যাত উইকেটরক্ষক মইন খানের দাদা নাদিম। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ শেষে ভারতীয় ড্রেসিংরুমে গিয়ে রাহুল দ্রাবিড়-সহ ভারতের বাকি ক্রিকেটারদের অভিনন্দনও জানিয়ে এসেছিলেন নাদিম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৫৬
Share:

বিশ্বকাপ হাতে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের ক্যাপ্টেন পৃথ্বী শ। ছবি: টুইটার।

ভারতের বিরুদ্ধে লজ্জাজনক হারের কারণ হিসেবে জাদুর প্রভাবকে দায়ী করছেন পাকিস্তানের ম্যানেজার নাদিম খান। দেশে ফিরে রবিবার এক সাংবাদিক বৈঠকে এ রকমই অভিযোগ করলেন তিনি। নদিম বলেছেন, ‘‘একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ছিলাম আমরা। তবে ম্যাচটি যত এগোল, দেখলাম আমাদের ব্যাটিং ধ্বংসের মুখে চলে গেল। দেখে মনে হচ্ছিল, কোনও জাদুর প্রভাব আমাদের দলের ওপর কাজ করছে।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘ব্যাটসম্যানরা দিশাহারা হয়ে পড়েছিল। কী ভাবে এই পরিস্থিতি সামলাবে, বুঝে উঠতে পারছিল না।’’

Advertisement

পাকিস্তানের বিখ্যাত উইকেটরক্ষক মইন খানের দাদা নাদিম। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ শেষে ভারতীয় ড্রেসিংরুমে গিয়ে রাহুল দ্রাবিড়-সহ ভারতের বাকি ক্রিকেটারদের অভিনন্দনও জানিয়ে এসেছিলেন নাদিম। যা নিয়ে তিনি বলেছেন, ‘‘খুবই নম্র স্বভাবের মানুষ রাহুল।’’ তাঁর মতে, পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের এখনও অনেক ঘষামাজা প্রয়োজন। নাদিমের বক্তব্য, ‘‘আমাদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট হতে পারছি না। গত কয়েক বছরের যুব দলের সঙ্গে এই দলের অনেকটাই তফাত আমি লক্ষ্য করেছি।’’ প্রশ্ন উঠছে, যদি দু’দলের মধ্যে গুণগত মানের এতটাই তফাত থাকে, তা হলে ম্যানেজার কেন হঠাৎ জাদুবিদ্যার অভিযোগ করছেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন