Manchestar United

মোরিনহোর জায়গায় ম্যান ইউয়ের নতুন কোচ হলেন সোলকসায়ের

সোলজায়ের ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাব অনুরাগীদের কাছে যথেষ্টই বন্দিত নাম। ম্যান ইউয়ের লাল জার্সি গায়ে বহু ঊত্থান-পতনের সাক্ষী। বেকহ্যাম, স্কোলস, গিগসদের মতো একসময় তিনিও হয়ে উঠেছিলেন ম্যান ইউয়ের ঘরের ছেলে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ১৮:৩৯
Share:

ম্যান ইউয়ের হট সিটে এবার সোলজায়ের। ফাইল ছবি।

জোসে মোরিনহো – আউট! ওলে গুনার সোলজায়ের— ইন! চুম্বকে এমনই দাঁড়াচ্ছে ছবিটা। বিশ্ব ফুটবলের ‘দ্য স্পেশাল ওয়ান’ মোরিনহো ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে অপসারিত হওয়ার পর বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছিল এবার রেড ডেভিলস-দের হট সিটে বসবেন কে?

Advertisement

বুধবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল নতুন কোচের নাম। অন্তর্বর্তীকালীন ভিত্তিতে চুক্তি করা হল সোলজায়েরের সঙ্গে। সোলজায়ের ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাব অনুরাগীদের কাছে যথেষ্টই বন্দিত নাম। ম্যান ইউয়ের লাল জার্সি গায়ে বহু ঊত্থান-পতনের সাক্ষী। বেকহ্যাম, স্কোলস, গিগসদের মতো একসময় তিনিও হয়ে উঠেছিলেন ম্যান ইউয়ের ঘরের ছেলে।

ক্লাব জার্সিতে ৩৬৬ ম্যাচ খেলে সোলজায়েরের নামের পাশে ১২৬ গোল রয়েছে। এবার সেই সোলজায়েরকেই পল পোগবা, রোমেলু লুকাকু, মার্কাস রাশফোর্ডদের মাথার ওপর বসানোয় ক্লাব অনুরাগীরাও বেশ স্বস্তিতে। ম্যান ইউয়ের আবহ, পরিবেশ এবং কৌলীন্য সম্পর্কে যথেষ্টই অবহিত সোলজায়ের। চলতি মরশুমের শেষ অবধি সোলজায়েরকে ম্যান ইউয়ের কোচ নিযুক্ত করা হয়েছে। এবার যেটা দেখার, ইপিএল টেবলে এই মুহুর্তে ছয় নম্বর স্থানে থাকা ম্যান ইউ পরের দিকে কতটা এগিয়ে আসতে পারে।

Advertisement

আরও পড়ুন: চাকরি গেল মোরিনহোর, বিতর্কিত টুইট পোগবার

আরও পড়ুন: হ্যাটট্রিক মেসির, শীর্ষে বার্সেলোনা

(চ্যাম্পিয়ন্স লিগ, এল ক্লাসিকো, লা লিগা, ইপিএল, বুন্দেশলিগা, সিরি এ থেকে ফিফা বিশ্বকাপ - ফুটবল জগতের সব খবর আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement