নীল ঝড়ে তছনছ সোনার গেমপ্ল্যান

জোসে মোরিনহো। ক্লদিও র‌্যানিয়েরি। মরিসিও পোকেটিনো। আর এ বার পেপ গুয়ার্দিওলা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৬ ০৩:২৪
Share:

চেলসির দ্বিতীয় গোলের পর কালো ব্যাজ দেখিয়ে দুই ব্রাজিলীয় দাভিদ লুইজ ও উইলিয়ান।

জোসে মোরিনহো। ক্লদিও র‌্যানিয়েরি। মরিসিও পোকেটিনো।

Advertisement

আর এ বার পেপ গুয়ার্দিওলা।

চেলসি নামক জয়ের মেশিনের সামনে তছনছ হল আর এক সোনার মগজের গেমপ্ল্যান। এতিহাদ স্টেডিয়ামের মহারণে শেষ হাসি হাসলেন আন্তোনিও কন্তে। শনিবারের লড়াইয়ে ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-১ উড়িয়ে দিল চেলসি।

Advertisement

ম্যাচ শুরুর আগে চাপেকোয়েনসের মর্মান্তিক দুর্ঘটনার রেশ ছড়িয়ে পড়ে এতিহাদে। আগেরো-তোরেদের মতো তারকাদের ওয়ার্ম আপে বিশেষ টি-শার্ট পরতে দেখা যায়। যে শার্টের সামনে চাপেকোয়েনসের লোগো ছিল। আবার পিছনে লেখা ছিল, ‘‘ম্যাঞ্চেস্টার পাশে আছে।’’ কালো আর্মব্যান্ডও পরেন দুই ক্লাবের ফুটবলাররা।

প্রথমার্ধের শুরুর থেকে সিটি বেশি আক্রমণাত্মক খেলতে থাকে। আগেরো-দে’ব্রায়ানরা একটার পর একটা আক্রমণ তুলে আনছিলেন। কিন্তু বিরতির ঠিক আগে ছবি পাল্টায়। বিশ্বমানের গোল করেন গ্যারি কেহিল। গোলটা প্রিমিয়ার লিগের সেরাদের মধ্যে থাকার যোগ্য। যদি সেটা ‘আত্মঘাতী’ না হত। হাস্যকর ভাবে কেহিলের দুর্দান্ত গোলটা চেলসিকে ০-১ পিছিয়ে দেয়।

বিরতির পরেও ব্যবধান বাড়ানোর অনেক সুযোগ পায় সিটি। কিন্তু সুযোগ ফস্কায় পেপ গুয়ার্দিওলার দল। উল্টে সেস ফাব্রেগাসের দুর্দান্ত পাসের সৌজন্যে ১-১ করেন দিয়েগো কোস্তা। তার কিছুক্ষণ পরেই উইলিয়ান ২-১ করেন। তিন পয়েন্ট নিশ্চিত করে এডেন হ্যাজার্ডের গোল।

কন্তের সৌজন্যে শেষ হাসি দাভিদ-উইলিয়ানদের।

চেলসির অবিশ্বাস্য প্রত্যাবর্তনকে অবশ্য ছাপিয়ে গেল ম্যাচের শেষলগ্নে দু’দলের ঝামেলা। তিন পয়েন্ট হারানো ছাড়াও দু’জন প্লেয়ারকেও পরের ম্যাচ থেকে হারাল ম্যান সিটি। দাভিদ লুইজকে খারাপ ট্যাকল করায় লাল কার্ড দেখেন সের্জিও আগেরো। সতীর্থের লাল কার্ড দেখে মেজাজ হারান ফের্নান্দিনহো। ফাব্রেগাসের গলা ধরে ধাক্কা মারেন। নিটফল সিটির আর একজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে লাল কার্ড দেখতে হয়।

টানা আট ম্যাচ জিতে প্রিমিয়ার লিগের শীর্ষেই থাকল চেলসি। চাপেকোয়েনসের ফুটবলারদের এই স্মরণীয় জয় উৎসর্গ করে চেলসির ব্রাজিলীয় ডিফেন্ডার দাভিদ লুইজ বলছেন, ‘‘আমার এই ম্যাচটায় মনঃসংযোগ করতে একটু অসুবিধা হচ্ছিল। আমার মন পড়ে ছিল ব্রাজিলে। যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে, তাদের উৎসর্গ করলাম এই জয়।’’ সঙ্গে সের্জিও আগেরোর খারাপ ট্যাকল নিয়ে লুইজ যোগ করেন, ‘‘সের্জিও দারুণ একজন ফুটবলার। ওই ট্যাকল নিয়ে কিছু বলতে চাই না।’’

ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement