Tottenham

টটেনহ্যামের কাছে হেরে আশা শেষ ম্যান সিটির

প্রথমার্ধে বিতর্কিত পেনাল্টি পেয়ে যায় ম্যাঞ্চেস্টার সিটি। টটেনহ্যাম বক্সে হওয়া ফাউল খেয়ালই করেননি রেফারি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৪৮
Share:

দাপট: টটেনহ্যামের দ্বিতীয় গোল করার পরে উল্লাস সনের। রয়টার্স

ইপিএলে পেপ গুয়ার্দিওলা বনাম জোসে মোরিনহো দ্বৈরথ ঘিরে চরম নাটক। নামেই ফুটবল। একটা সময় পর্যন্ত রীতিমতো ধাক্কাধাক্কি আর হাতাহাতির পর্যায়ে চলে গেল ম্যাচ।

Advertisement

প্রথমার্ধে বিতর্কিত পেনাল্টি পেয়ে যায় ম্যাঞ্চেস্টার সিটি। টটেনহ্যাম বক্সে হওয়া ফাউল খেয়ালই করেননি রেফারি। কিন্তু ভিডিয়ো প্রযুক্তিতে ভুলটা ধরা পড়লে রেফারিকে খেলা থামিয়ে ম্যান সিটিকে পেনাল্টি দিতে বলা হয়। অসাধারণ দক্ষতায় ইলখাই গুন্ডোয়ানের শট আটকান হুগো লরিস। প্রতিহত হওয়া বল নিয়ে আর একপ্রস্থ ধাক্কাধাক্কি হয়। আবার পেনাল্টির দাবিতে সরব হন সের্খিয়ো আগুয়েরোরা। এ বার অবশ্য ভিডিয়ো দেখে পেনাল্টি দেওয়া হয়নি।

লরিস পেনাল্টি বাঁচানোর পর থেকেই যেন নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে টটেনহ্যাম। বোঝাই যায়নি, তাদের সেরা অস্ত্র হ্যারি কেন চোটের জন্য দলের বাইরে। মোরিনহোর টটেনহ্যাম শেষ পর্যন্ত ২-০ ম্যাচ জিতে যায়। ৬৩ ও ৭১ মিনিটে গোল করেন স্টিভন বার্গ উইজেন এবং সন হিউং মিন। লিগ টেবলে শীর্ষে থাকা লিভারপুলের থেকে অবিশ্বাস্য ভাবে ২২ পয়েন্ট পিছিয়ে যাওয়ায় ম্যান সিটির খেতাবের দৌড়ে ফিরে আসার সব সম্ভাবনা শেষ হয়ে গেল। ফুটবল বিশ্লেষকরা বলে দিলেন, অ্যানফিল্ডে ট্রফি ওঠাটা এখন সময়ের অপেক্ষা। আর সব ক্লাবের কোচিংয়েই পেপকে হারালেন মোরিনহো। রবিবার আর্সেনাল আবার ম্যাড়ম্যাড়ে ড্র ম্যাচ খেলল বার্নলি এফসি-র সঙ্গে।

Advertisement

অবশ্য এ দিন বেশি আলোচনা হল প্রাক্তন চেলসি ম্যানেজার আন্তোনিয়ো কন্তের মন্তব্য নিয়ে। তিনি বলেছেন, ‘‘চেলসিতে প্রথম বছরেই প্রিমিয়ার লিগ জিতেছিলাম। এই কৃতিত্ব কারও নেই। ক্লপ চার বছরেও পারেনি।’’ কন্তে যাই বলুন, এখন একটা কথাই সবার মুখে। লিভারপুল কি অপরাজিত সেরা হতে পারবে? শনিবার সাউদাম্পটনকে হারিয়ে উঠে এই প্রশ্নের সামনে ক্লপের জবাব, ‘‘রেকর্ড নিয়ে ভাবি না। ভাবছি, ছেলেদের এক সপ্তাহ বিশ্রাম দেওয়ার কথা। আমি চাই ছুটি উপভোগের পরে তরতাজা হয়ে ওরা ফিরে আসুক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন