ছ’গোলে জিতে আবার শীর্ষে সিটি

দু’টি গোল করলেন রাহিম স্টার্লিং। সের্খিয়ো আগুয়েরো পেলেন ইপিএলে তাঁর দেড়শো নম্বর গোল। নিজেদের মাঠ এতিহাদে সাউদাম্পটনকে উড়িয়ে ৬-১ ম্যাচ জিতল ম্যাঞ্চেস্টার সিটি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৮ ০৩:১১
Share:

উচ্ছাস: গোলের পর দাভিদ সিলভা।—ছবি রয়টার্স।

দু’টি গোল করলেন রাহিম স্টার্লিং। সের্খিয়ো আগুয়েরো পেলেন ইপিএলে তাঁর দেড়শো নম্বর গোল। নিজেদের মাঠ এতিহাদে সাউদাম্পটনকে উড়িয়ে ৬-১ ম্যাচ জিতল ম্যাঞ্চেস্টার সিটি।

Advertisement

এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে আবার শীর্ষে উঠে এল সিটি। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৯। গত কাল আর্সেনালের সঙ্গে ড্র করে শীর্ষে উঠলেও আবার লিভারপুল দু’নম্বরে নেমে গেল। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৭। তিন থেকে পাঁচে রয়েছে যথাক্রমে চেলসি (২৪), টটেনহ্যাম (২৪) ও আর্সেনাল (২৩)।

ম্যাঞ্চেস্টার সিটি ৬ • সাউদাম্পটন ১

Advertisement

রবিবার এতিহাদে ম্যাঞ্চেস্টার সিটি কিন্তু ১-০ এগিয়ে যায় সাউদাম্পটনের ওয়েসলি হয়েডট আত্মঘাতী গোল করায়। তার পর থেকে একের পর এক গোল হয়েছে। ১২ মিনিটে সের্খিয়ো আগুয়েরো, ১৮ মিনিটে দাভিদ সিলভা, রাহিম স্টার্লিংয়ের জোড়া গোল প্রথমার্ধের সংযুক্ত সময়ে এবং ৬৭ মিনিটে। এবং লেরয় সানে সিটির ষষ্ঠ গোলটি করেন খেলা শেষ হওয়ার পরে সংযুক্ত সময়ের প্রথম মিনিটেই।

প্রাক্তন ফুটবলার ও কোচ গ্যারি নেভিল বলেছিলেন, সিটির ফুটবলার টেকনিক্যাল ফাউল করে বারবার বেঁচে যাচ্ছে। নেভিলের কথায় গুয়ার্দিওলা বিরক্ত। তিনি বললেন, ‘‘ওঁর কথার সঙ্গে আমি একেবারেই একমত হতে পারছি না। কখনও ফুটবলারদের বলব না, ইচ্ছে করে ফাউল করো। আমার কোচিংয়ে বার্সেলোনা বা বায়ার্ন মিউনিখেও তা কখনও হয়নি।’’

এ দিকে, লিগ টেবলে এখন তিন নম্বরে থাকলেও সিটির মতোই চেলসিও কিন্তু ভাল খেলে যাচ্ছে। রবিবার যেমন তারা নিজেদের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারাল। জোড়া গোল করলেন আলভারো মোরাতা (খেলার ৩২ ও ৬৫ মিনিটে)। চেলসির তৃতীয় গোলটি করলেন স্পেনের ফুটবলার পেড্রো। খেলার ৭০ মিনিটে। ৫৩ মিনিটে ক্রিস্টাল প্যালেসের অ্যান্ড্রস টাউন্সেড একটি গোল শোধ করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন