Manchester United

Cristiano Ronaldo: পকেটে টিকিট, তবু রোনাল্ডোর প্রত্যাবর্তন দেখা হল না, মূহ্যমান বঙ্গসন্তান

ফুটবল খেলতে গিয়েই পা ভেঙে যাওয়ায় শনিবার স্বপ্নের নাট্যমঞ্চে স্বপ্নের নায়কের দুটো গোল দর্শকাসন থেকে দেখা হয়নি তাঁর।

Advertisement

জাগৃক দে

কলকাতা শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ১৮:০১
Share:

ওল্ড ট্র্যাফোর্ডের সামনে সৌম্য। ছবি সংগৃহীত

ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রথম খেলা সামনে থেকে দেখতে শনিবার ভিড় জমিয়েছিলেন প্রায় ৭৬ হাজার মানুষ। সেই ভিড়ে নিজেকে সামিল করতে চেয়েছিলেন প্রবাসী বাঙালি সৌম্য দাশগুপ্তও। সারা বছরের সব ম্যাচের টিকিট আগে থেকেই কেটে রাখেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-পাগল সৌম্য। এবারেও তার ব্যতিক্রম হয়নি। শুধু ভাগ্য সঙ্গে থাকেনি। ফুটবল খেলতে গিয়েই পা ভেঙে যাওয়ায় শনিবার স্বপ্নের নাট্য মঞ্চে স্বপ্নের নায়কের দুটি গোল দর্শকাসন থেকে দেখা হয়নি তাঁর। দুঃখে নিজের টিকিটটি সহকর্মীকে দিয়ে দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইনকে সৌম্য বলেন, ‘‘আমার পা ভেঙেছে রোনাল্ডো সই করার আগে। আমাদের ক্লাবে সই করবে জানলে বিশ্বাস করুন খেলতেই যেতাম না। কী যে কষ্ট হচ্ছে, তা শুধু আমিই জানি।’’

ওয়েস্ট হ্যাম শহরে থাকেন সৌম্য। ২০ তারিখ ওয়েস্ট হ্যামের মাঠেই খেলতে আসবে ইউনাইটেড। আর সেই ম্যাচ ক্রাচ নিয়ে হলেও দেখতে যাবেন বলে জানিয়ে দিলেন তিনি।

Advertisement

ক্রাচ নিয়ে হাটতে হচ্ছে সৌম্যকে ছবি সংগ্রহীত

সৌম্য বলেন, ‘‘আমার মা এবং প্রায় সকলেই বারণ করছে মাঠে যেতে। কিন্তু আর বাড়িতে বসে থাকা যাচ্ছে না। রোনাল্ডো আসছে আমার পাড়ায়। দেখতে যাব না? তবুও সোমবার চিকিৎসকের সঙ্গে কথা বলব। তিনি যদি অস্ত্রোপচার করতে না বলেন তবে অবশ্যই যাব। ক্রাচ নিয়েই যাব।’’

শনিবারের খেলা দেখানো হয়নি টেলিভিশনে। ফলে দুধের স্বাদ যে ঘোলে মেটাবেন, তার উপায়ও ছিল না। ইংল্যান্ডে নাকি এরকমই নিয়ম। দুপুর তিনটের সময় খেলা থাকলে সেটি দেখানো হয় না। তা হলে প্রিয় দলের ৪-১ গোলে জেতার ম্যাচ কী ভাবে উপভোগ করলেন? এই প্রশ্নের উত্তরে সৌম্য যা বললেন তা শুনে একেবারে চমকে উঠতে হয়। ‘‘ভারতে এক বন্ধুর সাহায্য নিয়ে খেলাটা দেখতে পেয়েছি। ওর স্ক্রিন আমার সঙ্গে শেয়ার করে। আর তাতেই আমি গোটা খেলাটা দেখেছি। আর কোনও উপায় ছিল না।’’

শনিবারের ম্যাচে নিজে যেতে না পারলেও এক সহকর্মীকে টিকিট দিয়ে দেন সৌম্য। তিনি আবার টটেনহ্যাম সমর্থক। শনিবার ইউনাইটেডের গ্যালারিতে বসে রোনাল্ডোর জন্য গলা ফাটিয়েছেন তিনি।

সৌম্যর কাটা সেই টিকিট ছবি সংগ্রহীত

প্রথম ম্যাচে না পারলেও আগামী ম্যাচগুলির জন্য নিজেকে প্রস্তুত করছেন সৌম্য। পা স্বাভাবিক হলে সিআর সেভেনের প্রত্যেকটি ম্যাচ গ্যালারিতে বসে দেখতে চান সৌম্য। ইতিমধ্যেই বেশ কিছু ম্যাচের জন্য ট্রেনের টিকিটও কেটে ফেলেছেন তিনি। সৌম্য বলেন, ‘‘ম্যাচের থেকেও ট্রেনের টিকিট পাওয়া বেশি সমস্যার। পরে কাটতে গেলে দেখা যায় ম্যাচের টিকিটের থেকে দ্বিগুণ দাম দিয়ে কাটতে হচ্ছে ট্রেনের টিকিট। সেই জন্যই কয়েকটা টিকিট কেটে রেখেছি। আশা করছি দ্রুত সেরে উঠে ফের ওই লাল জার্সিটা পরে রোনাল্ডোর খেলা দেখতে পারব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন