Sport News

ম্যান ইউনাইটেডের নজরে এ বার নেমার

ইংল্যান্ডের সংবাদ মাধ্যমের দাবি, ‘ট্রান্সফার ফি’ বাবদ ২০০ মিলিয়ন পাউন্ডের (ভারতীয় মুদ্রায় প্রায় ১৮৩ কোটি) পাশাপাশি বেতন হিসেবে নেমারকে বছরে ৩০ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ কোটি) দেওয়ার প্রস্তাব দিয়েছে ম্যান ইউনাইটেড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মে ২০১৮ ০৫:০৪
Share:

উৎসব: প্যারিস সাঁ জারমাঁ ফরাসি লিগ জেতার পরে ট্রফি নিয়ে উল্লাসে মেতে  দানি আলভেজ ও নেমার। ছবি: এপি

রিয়াল মাদ্রিদের পরে এ বার নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)-কে নেওয়ার জন্য আসরে নামল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড! রেকর্ড মূল্যে ব্রাজিল তারকাকে সই করাতে মরিয়া জোসে মোরিনহোর দল।

Advertisement

ইংল্যান্ডের সংবাদ মাধ্যমের দাবি, ‘ট্রান্সফার ফি’ বাবদ ২০০ মিলিয়ন পাউন্ডের (ভারতীয় মুদ্রায় প্রায় ১৮৩ কোটি) পাশাপাশি বেতন হিসেবে নেমারকে বছরে ৩০ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ কোটি) দেওয়ার প্রস্তাব দিয়েছে ম্যান ইউনাইটেড। শুধু তাই নয়। ম্যান ইউনাইটেড কর্তাদের আশা, রিয়ালের প্রস্তাব থাকলেও নেমার তাঁদের ক্লাবেই সই করবেন। কারণ, ব্রাজিল তারকার বাবা ম্যান ইউনাইটেড সমর্থক। পিএসজি-র মালিক নাসের আল খেলাইফি অবশ্য দাবি করেছেন, নেমার আগামী মরসুমেও পিএসজি-তে খেলবেন। এই পরিস্থিতিতে রিয়াল ম্যানেজার জিনেদিন জিদানের মন্তব্য জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। শনিবার রাতে লা লিগায় সেল্টা ভিগোর বিরুদ্ধে দুরন্ত জয়ের পরে তিনি বলেছেন, ‘‘সব ফুটবলারই স্বপ্ন দেখে রিয়াল মাদ্রিদের মতো ঐতিহাসিক ক্লাবে খেলার। আমরা সব সময় ফুটবলারদের যোগ্যতার যথাযথ মূল্যায়ন করি।’’

নেমার অবশ্য তাঁর ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করেননি। বরং শনিবার রাতে সতীর্থদের সঙ্গে ফরাসি লিগ চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে সামিল হয়েছিলেন। ম্যাচের পরে পিএসজি-র জার্সি পরে মাঠ প্রদক্ষিণ করেন। যদিও রেনের বিরুদ্ধে জয়ের স্বপ্ন পূরণ হয়নি। ঘরের মাঠে ০-২ হারে পিএসজি। ৪২ ম্যাচ পরে হারলেন এদিনসন কাভানিরা। অবশ্য তাতে চ্যাম্পিয়ন হওয়ায় আটকায়নি ৩৭ ম্যাচে ৯২ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে থাকা পিএসজি-র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement