মনোজরা ফাইনালে

মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থেকে কর্নাটক ক্রিকেট সংস্থার আমন্ত্রণী টুর্নামেন্টের ফাইনালে উঠল বাংলা। বেঙ্গালুরুর অদূরে আলুড়ে বাংলার ৪২৭-এর জবাবে মুম্বই ৩৫৭-য় অল আউট হয়ে যায়। মুকেশ কুমার তিন উইকেট পান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৬ ০৩:৩৮
Share:

মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থেকে কর্নাটক ক্রিকেট সংস্থার আমন্ত্রণী টুর্নামেন্টের ফাইনালে উঠল বাংলা। বেঙ্গালুরুর অদূরে আলুড়ে বাংলার ৪২৭-এর জবাবে মুম্বই ৩৫৭-য় অল আউট হয়ে যায়। মুকেশ কুমার তিন উইকেট পান। প্রজ্ঞান ওঝা, আমির গনি ও ইশান পোড়েল দু’টি করে উইকেট নেন। চার দিনের ম্যাচে দ্বিতীয় ইনিংসে বাংলা ২৩৫-এ অল আউট হয়। অগ্নিভ পান ৬৭ ও পঙ্কজ শ ৪৬ করেন। মুম্বই ১৯৩-৬-এর বেশি তুলতে পারেনি। গনি তিন উইকেট পান। ১৫ অগস্ট থেকে ফাইনালে বাংলার মুখোমুখি কর্ণাটক। তবে ফাইনালে অনিশ্চিত হয়ে পড়েছেন ক্যাপ্টেন মনোজ তিওয়ারি। ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পান মনোজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement