বাংলাদেশ প্রিমিয়ার লিগে নতুন শুরু মনোজ তিওয়ারির

আইপিএল-এ দল পাননি কিন্তু মাঠের বাইরে থাকতে হচ্ছে না মনোজ তিওয়ারিকে। ভরা আইপিএল মরসুমের মধ্যেই বিপিএল খেলতে ঢাকা উড়ে গেলেন বাংলার অধিনায়ক। খেললেন আবাহনীর হয়ে। মনবিন্দর বিসলার জায়গায় তাঁকে দলে নিল আবাহনী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মে ২০১৬ ১৮:২২
Share:

আইপিএল-এ দল পাননি কিন্তু মাঠের বাইরে থাকতে হচ্ছে না মনোজ তিওয়ারিকে। ভরা আইপিএল মরসুমের মধ্যেই বিপিএল খেলতে ঢাকা উড়ে গেলেন বাংলার অধিনায়ক। খেলবেন আবাহনীর হয়ে। মনবিন্দর বিসলার জায়গায় তাঁকে দলে নিল আবাহনী। সোমবার বিপিএল-এ মনোজ তিওয়ারির শুরুটা মন্দ হল না। চার নম্বরে ব্যাট করতে এসে ৫০ বলে ৪০ রান করলেন তিনি। কলাবাগানের বিরুদ্ধে এই রান করতে চারটি বাউন্ডারিও হাঁকালেন তিন। এই বছর অনেক ভারতীয় ক্রিকেটারই খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে।

Advertisement

বিপিএল-এর নিয়ম অনুযায়ী একজন করেই বিদেশি প্লেয়ার প্রথম এগারোয় থাকতে পারবেন। কিন্তু যত ইচ্ছে প্লেয়ারকে চুক্তিবদ্ধ করতে পারবে দল। অতীতে এই ঢাকা প্রিমিয়ার লিগে অনেকেই খেলেছন ভারত থেকে। সেই তালিকায় রয়েছে প্রয়াত রমন লাম্বা, যুবরাজ সিংহ, অজয় জাদেজা, অরুণ লাল, অশোক মলহোত্র, ইকবাল আবদুল্লাহ, রজত ভাটিয়া, চেতন শর্মা, সঞ্জীব শর্মা, রোহন গাওস্কর, অমল মজুমদার ও আকাশ চোপড়া।

আরও খবর

Advertisement

বাবা হয়েই টুইটারে মেয়ের নাম জানালেন রায়না

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন