বোলারদের নিয়ে কড়া অনুশীলন মনোজের

রঞ্জি ট্রফির চলতি মরসুমে বাংলার ব্যাটিং বিভাগে ধারাবাহিকতা থাকলেও বোলিং ও ফিল্ডিংয়ে দুর্বলতা প্রকট। ঈশান পোড়েলের মতো তরুণ প্রতিভা দলে থাকলেও অশোক ডিন্ডার উপরেই বেশি নির্ভরশীল দলের বোলিং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৭ ০৪:০৮
Share:

পরামর্শ: অনুশীলনের ফাঁকে বি. অমিতের সঙ্গে মনোজ। —নিজস্ব চিত্র।

বাংলার পেস বোলারদের নিখুঁত জায়গায় বল করার অনুশীলন করালেন অধিনায়ক মনোজ তিওয়ারি। শনিবার ইডেনে ফিল্ডিং ও বোলিং বিভাগের উপর জোর দেওয়া হল।

Advertisement

রঞ্জি ট্রফির চলতি মরসুমে বাংলার ব্যাটিং বিভাগে ধারাবাহিকতা থাকলেও বোলিং ও ফিল্ডিংয়ে দুর্বলতা প্রকট। ঈশান পোড়েলের মতো তরুণ প্রতিভা দলে থাকলেও অশোক ডিন্ডার উপরেই বেশি নির্ভরশীল দলের বোলিং। রঞ্জি ট্রফির গ্রুপ পর্যায়ে ছ’ম্যাচে ৩০ উইকেট নিয়েছেন ডিন্ডা। এ মরসুমে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকায় চার নম্বরে তিনি। দলের অধিনায়ক মনোজ তিওয়ারি মনে করছেন, কোয়ার্টার ফাইনালে দলের সব বোলারদেরই ম্যাচ জেতানোর দায়িত্ব নেওয়া উচিত। শনিবার অনুশীলনের ছবিটাও ঠিক সে রকমই ছিল। মুকেশ কুমার, কণিষ্ক শেঠ, বি. অমিতকে নিয়ে ‘গুডলেংথ স্পট’ চিহ্নিত করে দীর্ঘক্ষণ অনুশীলন করালেন দলের অধিনায়ক। নিজের ফিল্ডিং অনুশীলন শেষ করে মনোজের ক্লাসে যোগ দিলেন অশোক ডিন্ডাও। বল না করলেও অধিনায়কের পাশে দাঁড়িয়ে বাকি বোলারদের ঠিক জায়গায় বল করার নির্দেশ দিলেন তিনি।

অনুশীলন শেষে মনোজ বলেন, ‘‘দলের বাকি বোলারদের সহায়তা ছাড়া ডিন্ডার পক্ষে একা ম্যাচ জেতানো সম্ভব নয়। এই ম্যাচে সব বোলারকেই সমান দায়িত্ব নিতে হবে। সে কারণেই বোলারদের নিয়ে নিখুঁত জায়গায় বোলিং করার অনুশীলন করানো হচ্ছে।’’ গুজরাতের বিরুদ্ধে নামার আগে দলের ফিল্ডিং শক্তিশালী করতেও মরিয়া বাংলার ক্রিকেটাররা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন