স্কুলকে ৩০ লাখ টাকা দান করলেন থঙ্গভেলু

রিও প্যারালিম্পিক্সে সোনা জিতে গড়েছেন ইতিহাস। শুধু পারফরম্যান্স নয়, তাঁর হৃদয়টাও যে খাঁটি সোনা দিয়ে গড়া এ বার দেখিয়ে দিলেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু। নিজের পাওয়া আর্থিক পুরস্কার থেকে তিরিশ লক্ষ টাকা তাঁর স্কুলকে দান করলেন প্যারালিম্পিক্সে তৃতীয় ভারতীয় হিসেবে সোনাজয়ী মারিয়াপ্পান।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩৮
Share:

রিও প্যারালিম্পিক্সে সোনা জিতে গড়েছেন ইতিহাস। শুধু পারফরম্যান্স নয়, তাঁর হৃদয়টাও যে খাঁটি সোনা দিয়ে গড়া এ বার দেখিয়ে দিলেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু। নিজের পাওয়া আর্থিক পুরস্কার থেকে তিরিশ লক্ষ টাকা তাঁর স্কুলকে দান করলেন প্যারালিম্পিক্সে তৃতীয় ভারতীয় হিসেবে সোনাজয়ী মারিয়াপ্পান।

Advertisement

রিও প্যারালিম্পিক্সে হাই জাম্পে দেশকে সোনা এনে দেওয়ার পুরস্কার হিসেবে তাঁকে দু’কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করে তামিলনাড়ু সরকার। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকও ৭৫ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিল। অত্যন্ত অভাবের মধ্যে মানুষ হওয়া ২১ বছরের প্যারাঅ্যাথলিট সেই টাকা থেকেই তিরিশ লক্ষ সরকারি স্কুলকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যে স্কুলের তিনিও ছাত্র ছিলেন।

সোনাজয়ের আনন্দের মধ্যেই আরও একটা সম্মান পেতে চলেছেন থঙ্গভেলু। প্যারালিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহকের সম্মান। এ দিন নিজেদের টুইটার হ্যান্ডেলে এই ঘোষণা করে ভারতের অলিম্পিক সংস্থা। ‘‘মারিয়াপ্পন থঙ্গভেলু ২০১৬ প্যারাঅলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকা বাহকের দায়িত্ব সামলাবেন।’’ পাঁচ বছর বয়সে দুর্ঘটনায় বাসের নীচে পা থেঁতলে গিয়েছিল থঙ্গভেলুর। অভাবের সংসারে লড়াই আরও কঠিন করে তুলেছিল প্রতিবন্ধকতা। সেই দিনগুলো থঙ্গভেলু ভোলেননি। সুখের দিনেও। তাই স্কুলে আর্থিক পুরস্কারের কিছুটা দান করতে চান তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন