Sports News

এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে মেরি কম

২০১২ অলিম্পিকে মেরি নেমেছিলেন ৫১ কেজি বিভাগে। অলিম্পিক ব্রোঞ্জও রয়েছে তাঁর ঝুলিতে। এ দিন প্রথম থেকেই রক্ষণাত্মক ছিলেন পাাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৭ ১৩:৪৪
Share:

মেরি কম। ছবি: সংগৃহীত।

এখন একটাই কথা, ‘মেরি ইস ব্যাক’। বেশ কিছুদিন লাইম লাইটের বাইরে চলে গিয়েছিলেন। আবার ফিরছেন। ফিরছেন একদম রানীর মতই। যার ফল এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাওয়া।

Advertisement

মঙ্গলবার হো চি মিন সিটিতে সেমিফাইনালে মেরি কম হারিয়ে দিলেন জাপানের সুবাসা কোমুরাকে। যার ফলে এই নিয়ে ছ’বারের মধ্যে পাঁচ বারই ফাইনালে পৌঁছলেন তিনি। যদি এ বার জিতে যান মেরি তা হলে এই প্রথম ৪৮ কেজি বিভাগে এই প্রথম এশিয়ায় সোনা জিতবেন।

আরও পড়ুন

Advertisement

রণবীর কপূরের সঙ্গে কোনও বন্ধুত্ব নেই, বললেন অর্জুন কপূর

২০১২ অলিম্পিকে মেরি নেমেছিলেন ৫১ কেজি বিভাগে। অলিম্পিক ব্রোঞ্জও রয়েছে তাঁর ঝুলিতে। এ দিন প্রথম থেকেই রক্ষণাত্মক ছিলেন মেরি। ধৈর্য ধরে কোমুরাকে সুযোগ দিচ্ছিলেন আক্রমণের। প্রথম রাউন্ডে শুধু ডিফেন্স করে গিয়েছেন মেরি। দ্বিতীয় রাউন্ডে কোমুরার সেই চেনা গতিতেই ধাক্কা দিলেন মেরি। এ বার আক্রমণ শরু করতেই জাপানি প্রতিদ্বন্দ্বি কিছুটা খেই হারালেন আর সেই সুযোগই নিলেন ভারতের সেরা মহিলা বক্সার।ফলও পেলেন হাতে নাতে। এ বার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement